বাংলা হান্ট ডেস্ক : অভিনেত্রী টিনা দত্ত নামটি শুনলেই যেন হৃদয় চমকে ওঠে, পুরুষ হৃদয়ে আবার ঝড় উঠে। ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু হলেও মডেলিংয়ে অন্য নাম বাঙালি অভিনেত্রী টিনা দত্তের। পরিচিতি এতটাই বেশি যে এক তুড়িতে যে কোনও বলিউড অভিনেত্রীকে পাল্লা দেওয়া তার পক্ষে কোনো কষ্ট সাধ্য ব্যাপার নয়। প্রায়শই দর্শকদের এবং ভক্তদের মন ভরানোর জন্য উত্তরণের অভিনেত্রী টিনা দত্ত হঠাত্ হঠাত্ ভিডিও এবং ছবি শেয়ার করে থাকেন এ বারও তার ব্যতিক্রম হল না।
বিকিনি পরে আবার কখনও হট পোশাক পরে যৌন আবেদনময়ী ছবি শেয়ার করলেন অভিনেত্রী। এসব ছবি রীতিমতো সকলকে চমকে দেওয়ার মতো। একজন অভিনেত্রী যাকে একেবারে অন্য রকম লোকে যেমন শাড়ি গয়না এ সব পড়ে দেখতে অভ্যস্ত দর্শকরা সেখানে অভিনেত্রীর এ হেন ছবি রীতিমতো চমকে দেওয়ার মতোই।
প্রসঙ্গত মাত্র মাস কয়েক আগেই নিজের প্রেম নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী টিনা দত্ত। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছিল। তিনি অকপটে স্বীকার করেছিলেন তিনি নাকি এখনও পুরোপুরি সিঙ্গল এমনকি মনের মানুষ খুঁজছেন তিনিই।
পাশাপাশি তিনি আরও বলেছিলেন সব গুণ এক মানুষের মধ্যেই থাকে না তবুও এমন মানুষ চান যিনি তাঁর জন্য একেবারে পারফেক্ট এবং বিয়েও করতে চান তাই অভিনয় জগত্ ছেড়েও দিতে পারেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অভিনেত্রী যে খুবই কষ্ট পেয়েছিলেন তা তাঁর অকপট স্বীকারোক্তির মাধ্যমেই স্পষ্ট