সিরিয়াল শেষের দু বছর পরেই বিয়ে, লুকিয়ে প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন জি বাংলার অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক খারাপ খবরের মাঝেও আনন্দ বার্তা বয়ে আনে বিয়ের (Wedding) খবর। টলিপাড়ায় একে একে বেশ কয়েকজন তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি চুপিসাড়ে বিয়ের পিঁড়িতে বসেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিতাস স‍্যান‍্যাল (Titas Sanyal)। তাঁর বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

জি বাংলার ‘ফিরকি’ (Firki) সিরিয়ালে অভিনয় করেছিলেন তিতাস। খুবই কম দিন চলেছিল সিরিয়ালটি। তার মধ‍্যেও দর্শক মনে ছাপ ফেলতে সক্ষম হয়েছিল ফিরকি। সিরিয়াল শেষ হয়েছে দু বছর হয়ে গেল। এবার টুক করে জীবনের বড় বদলটা ঘটিয়েই ফেললেন তিতাস।


অভিনেত্রীর স্বামীর নাম সুমন বসু। জানা গিয়েছে, দুজনে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। সুমন অবশ‍্য বিনোদুনিয়ার থেকে অনেক দূরে। পেশায় ফটোগ্রাফার তিনি। চুটিয়ে প্রেম করার পর অবশেষে সম্পর্কটাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন দুজনে।

এদিন লাল ব্লাউজ, লাল বেনারসী এব‌ং গা ভরা গয়নায় সেজেছিলেন তিতাস। সঙ্গে মাথায় মুকুট এবং লাল চেলির ওড়না সম্পূর্ণ করেছিল তাঁর লুক। সুমনকেও দেখা গেল রঙমিলান্তি মেরুন রঙা শেরওয়ানিতে। দুজনের বিয়ের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।


তিতাসের বিয়েতে আমন্ত্রিত ছিল ফিরকির গোটা টিম। এসেছিলেন ফিরকি ওরফে সম্প্রীতি পোদ্দার, নায়ক নীলাদ্রি অর্থাৎ সায়ন মুখোপাধ‍্যায়ও। এছাড়াও দেখা মিলেছে মীনাক্ষি, সুজি ভৌমিকদের। নববধূকে মাঝে রেখে ক‍্যামেরাবন্দি হয়েছে ফিরকি পরিবার।


প্রসঙ্গত, ফিরকি সিরিয়ালে আলিয়া চরিত্রে অভিনয় করতেন তিতাস। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পথচলা শুরু করেছিল ফিরকি। সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটি। তৃতীয় লিঙ্গের মানুষদের জীবন সংগ্রাম, সমাজের চোখে তাদের পরিচয় বানানোর চেষ্টাকে তুলে ধরা হয়েছিল পর্দায়।
কিন্তু বেশিদিন চলেনি সিরিয়ালটি।

২০২১ এর জানুয়ারিতেই শেষ করে দেওয়া ফয় ফিরকি। টিআরপি কম উঠছিল। জানানো হয়েছিল, সমাজের অধিকাংশ দর্শক এখনো তৃতীয় লিঙ্গের গল্প শুনতে তৈরি নন। তাই ভাল চিত্রনাট‍্য হয়েও দৌড়ে টিকে থাকতে পারেনি ফিরকি। তার জায়গা আসে ‘মিঠাই’। আর বাকিটা সকলেরই জানা।

সম্পর্কিত খবর

X