বাংলাহান্ট ডেস্ক : গত বুধবার অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে (Tirupati Temple) একটি ধর্মীয় অনুষ্ঠানের টিকিটের জন্য জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। ধর্মীয় অনুষ্ঠানের ফ্রি টিকিটের জন্য রীতিমত হুড়োহুড়ি লেগে যায় ভক্তদের মধ্যে। জানা যাচ্ছে, এই ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৬ ভক্তের। আহত কমপক্ষে ৪০ জন। তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) এক আধিকারিক মুখ খুলেছেন।
তিরুপতি মন্দিরের (Tirupati Temple) দুর্ঘটনার আসল সত্য ফাঁস
তিনি জানিয়েছেন, বুধবার গোটা দেশ থেকে বিপুল পরিমাণ ভক্ত জড়ো হন ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Sri Venkateswara Swamy Temple) বার্ষিক বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিট সংগ্রহের জন্য। ১০ দিনের জন্য বৈকুণ্ঠ দ্বার দর্শনম শুরু হতে চলেছে আগামী ১০ই জানুয়ারি থেকে। তার আগে ৯ তারিখ বৈকুণ্ঠ একাদশী উৎসবের দর্শন অনুষ্ঠিত হবে। এই দর্শন অনুষ্ঠানের ফ্রি টিকিটের জন্য হুড়োহুড়ি লেগে যায় ভক্তদের মধ্যে।
টিটিডি-র নির্বাহী কর্মকর্তা শ্যামলা রাও বলেন, ‘ঘটনার তদন্ত করা হবে।’ তিরুমালা তিরুপতি দেবস্থানম বৈকুণ্ঠ একাদশী উৎসবের দর্শনের টিকেট বিলির জন্য বিশেষ কাউন্টার চালু করে। সেই কাউন্টার থেকে টোকেন সংগ্রহের জন্য বুধবার সকাল থেকেই উপচে পড়ে ভিড়। তারপর সন্ধ্যা নাগাদ ভক্তদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। একটা সময় পর অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি মন্দিরের (Tirupati Temple) ভিড় নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায়।
আরোও পড়ুন : ফের TRP শীর্ষে ‘গীতা LLB’, টানা জয়ের নেপথ্যে কী রহস্য? ফাঁস করলেন হিয়া
টিটিডি-র চেয়ারম্যান বিআর নাইডু জানিয়েছেন, ভিড়ের মধ্যে এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় গেট খুলে দেওয়া হয়েছিল। তখনই ঘটে পদপিষ্ট (Stampade) হওয়ার ঘটনা। গেট খুলে দেওয়ার পর ক্রমেই ভিড় এগোতে থাকে। শুরু হয় বিশৃঙ্খলতা। অন্যদিকে, টিটিডি কর্তৃপক্ষ এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে। টিটিডি বোর্ডের সদস্য ভানু প্রকাশ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন একটি বিবৃতিতে।
ভানু প্রকাশ বলেন, ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে ফাঁকফোকর ছিল। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ভবিষ্যতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিরুপতিতে পদপিষ্ট হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, চন্দ্রবাবু ভক্তদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত।