কোয়ারেন্টাইনে পুরনো স্মৃতিতে ডুব দিলেন আদা, ভ‍্যাকেশনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এখনও কোনও ছবিতে কাজ না করলেও ছোটপর্দায় বেশ জনপ্রিয় নাম আদা খান (adaa khan)। এখনো পর্যন্ত বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করে ফেলেছেন তিনি। তাই ইতিমধ‍্যেই বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন আদা
এহেন আদা যে সোশ‍্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হবেন তা বলাই বাহুল‍্য। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ‍্যা ২ মিলিয়নেরও বেশি। মাঝে মাঝেই নতুন নতুন ফটোশুটের ছবি বা ভিডিও সেখানে শেয়ার করতে ভালবাসেন অভিনেত্রী। তবে এখন পরিস্থিতি অন‍্য। করোনা আতঙ্কে এখনও বহু মানুষই রয়েছেন ঘরবন্দি।
সেই তালিকায় রয়েছেন আদাও। তাই এই পরিস্থিতিতে পুরোনো স্মৃতি রোমন্থন করা ছাড়া আর কোনও কাজ নেই তাঁর।

সেই কারনেই পুরোনো ছবি হাতড়ে একটি ভ‍্যাকেশনের ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন আদা। ছবিতে দেখা যাচ্ছে কালো প্রিন্টেড পোশাকে রাস্তার মাঝে বসে রয়েছেন অভিনেত্রী। ছবিগুলি তোলা নেদারল‍্যান্ডসের আমস্টারডামে। সেইসব দিন যে তিনি খুবই মিস করেন তাও জানিয়েছেন আদা। পাশাপাশি সবাইকে ঘরে থাকার পরামর্শ দিতেও ভোলেননি তিনি।

https://www.instagram.com/p/CBQDgRrAkzk/?igshid=ccfssb3oqfl7

https://www.instagram.com/p/B_XA_wIgcy2/?igshid=18ym25rmzoxhw

https://www.instagram.com/p/B-o2ak3A6st/?igshid=y0pr9ycnshe

কোয়ারেন্টাইনে কার্যত পুরনো স্মৃতিতে ডুব দিয়েছিলেন আদা। একের পর এক ভ‍্যাকেশনের সুন্দর ছবি পোস্ট করে গেছেন অনুরাগীদের জন‍্য। প্রতিটি ছবিই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/B-jNXO_AD88/?igshid=srs8jgy4b0rb

https://www.instagram.com/p/B-egR_NgqQX/?igshid=158v1ipm4h9ey

https://www.instagram.com/p/B8nmnE-go14/?igshid=5khljiegc8ld

ইতিমধ‍্যেই ৬২ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে। বহু মানুষ শেয়ারও করেছেন এই ছবি। প্রসঙ্গত, বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে আদা খানকে। মাত্র ত্রিশ বছর বয়সেই তাঁর ফ‍্যান ফলোয়িং দেখার মতো। এবার বড়পর্দায় তিনি কবে পা রাখেন সেই অপেক্ষায় রয়েছে আদার অনুরাগীরা।

সম্পর্কিত খবর

X