আসল ভক্ত! সুশান্ত সিং রাজপুত-র স্মৃতিজড়িত এই বিশেষ জিনিসটি কিনে নিলেন আদা শর্মা

বাংলা হান্ট ডেস্ক : তাঁর মৃত্যুর পর কেটে গেছে প্রায় তিন বছরেরও বেশি সময়। তবে তাঁকে নিয়ে ভক্তদের উন্মাদনা এখনও আগের মতোই। তিনি হলেন বহুমুখী প্রতিভাধর অভিনেতা সুশান্ত সিং রাজপুত(Sushant Singh Rajput)। এখনও তাঁর অনুরাগীরা তাঁর মৃত্যুর সঠিক বিচারের অপেক্ষায় বসে আছেন, মৃত্যুর এতদিন পরেও ট্রেন্ডিং-এ থাকেন তিনি। সম্প্রতি আরও একবার লাইমলাইটে এই প্রয়াত অভিনেতা, সৌজন্যে আদা শর্মা (Adah Sharma)।

সম্প্রতি সুশান্ত সিং রাজপুত সম্পর্কিত একটি জিনিস কিনেছেন ‘দ্যা কেরালা স্টোরি’ খ্যাত এই অভিনেত্রী। বেশ দীর্ঘ সময় বলিউডে লড়াই করার পর বড় ব্রেক পেয়েছেন অভিনেত্রী। আর তারপর থেকেই মুম্বাইতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছেন নায়িকা। যার জন্য সবার প্রথমে দরকার থাকার জন্য মাথার উপরের ছাদ। ঘটনাচক্রে এমন একটা ফ্ল্যাট কিনেছেন আদা, যার সাথে জড়িয়ে রয়েছে সুশান্তের স্মৃতি‌।

বলিউড ভিত্তিক মিডিয়ার খবর, সম্প্রতি আদা শর্মা যে ফ্ল্যাটটি কিনেছেন সেখানেই জীবনের শেষদিন অবধি ভাড়া ছিলেন সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার এই ফ্ল্যাটেই ভাড়া থাকতেন এই প্রয়াত অভিনেতা। জানা যাচ্ছে, সুশান্ত মারা যাওয়ার পর থেকে ফাঁকাই পড়েছিল ও ফ্ল্যাট। ব্রোকাররা নতুন ভাড়াটিয়াও খুঁজছিলেন। তবে মালিক নাকি আর কোনও বলিউড তারকাকে ভাড়া দিতে রাজী ছিলেননা।

আরও পড়ুন : ‘আমারটাকেই সামলাতে পারিনা’, মজা করতে গিয়ে গৌরীকে নিয়ে বেফাঁস মন্তব্য শাহরুখের!

প্রসঙ্গত উল্লেখ্য, পাল ২০২০ তে জুন মাসে হঠাৎ করেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর খবর আসে। মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় সমুদ্রমুখী মন্ট ব্লাঙ্ক ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। অভিনেতার মৃত্যুর পর দেশজুড়ে শুরু হয় আলোড়োন। এমনকি তার তৎকালীন প্রেমিকা রেহা চক্রবর্তীকেও আসামীর কাঠগড়ায় দাঁড় করায় নীতি পুলিশের দল। যদিও পরে পুলিশ জানায়, আত্মহত্যা করেছেন অভিনেতা।

shreya ghoshal

জানা যাচ্ছে ৩৬০০ বর্গফুটের এই ফ্ল্যাটটির জন্য মাসিক ১৪ লক্ষ টাকা গুনতেন সুশান্ত। তবে তার মৃত্যুর পর থেকে ফাঁকাই পড়েছিল এই অ্যাপার্টমেন্টটি। আসলে মানুষের মনে বদ্ধ ধারণা হয়ে গেছিল যে এই সমুদ্র-মুখী ফ্ল্যাটটি অশুভ। তবে এবার সেই ফ্ল্যাটটিই কিনে নিয়েছেন আদা। যদিও কত টাকায় কিনেছেন, তা এখনও জানা যায়নি। এবং কবে থেকে তিনি থাকতে শুরু করবেন সেই খবরও অজানা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর