‘আমারটাকেই সামলাতে পারিনা’, মজা করতে গিয়ে গৌরীকে নিয়ে বেফাঁস মন্তব্য শাহরুখের!

বাংলা হান্ট ডেস্ক : বলিউড (Bollywood) বাদশা শাহরুখের (Shahrukh Khan) ব্যক্তিত্ব নিয়ে নতুন করে আর কীইবা বলার আছে। তিনি যেমন সুন্দরভাবে তার পরিবারের খেয়াল রাখেন তেমনই খেয়াল রাখেন ভক্তদেরও। কাজের ফাঁকে সময় পেলেই ভক্তদের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। যে কারণে ভক্তরাও মুখিয়ে থাকে টুইটারের এসআরকে সেশনের জন্য।

এমনিতে শাহরুখ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। নিজে নয়তো তার টিমের দ্বারা প্রায়শই কিছু না কিছু পোস্ট করতে থাকেন ভক্তদের যেমন। এসব ছাড়া মাঝেমধ্যে তিনি সরাসরি ফ্যানেদের এন্টারটেইন করেন। টুইটারের আস্ক মি এনিথিং সেশনে তাকে নিয়ে ভক্তদের মনে জমে থাকা কৌতুহলও মেটান। সম্প্রতি এরকমই একটা সেশনে হাজির হয়েছিলেন কিং খান এস আর কে।

   

এইদিন সেশন চলাকালীন এক ভক্ত তাকে এমন এক মজার প্রশ্ন করেন যা শুনলে তাজ্জব বনে যাবেন আপনিও। তবে শাহরুখের উত্তরটিও কিন্তু কম মজাদার ছিলনা। আসলে শনিবার এসআরকে সেশনে এক ভক্ত জিজ্ঞেস করেন, ‘স্যার স্ত্রীর সাথে জওয়ান দেখার প্ল্যান করেছি। কিন্তু প্রতিবার সে দেরি করে দেয়। পাঠানের সময়ও দেরি করে দিয়েছিল। এমন কিছু টিপস দিন যাতে এবার অন্তত তাড়াতাড়ি পৌঁছাতে পারি।’

আরও পড়ুন : মেয়ে হলে কেমন লাগত সূর্য-সয়ম্ভূদের? টেলি নায়কদের এই ছবি না দেখলে চরম মিস

জবাবে শাহরুখ যা বলেন তা শুনলে আপনিও হাসবেন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিং খান নিজের দুঃখ ভরা জীবনের উদাহরণ টেনে বলেন, ‘প্লিজ বন্ধুরা এবার থেকে স্ত্রী সংক্রান্ত কোনও সমস্যার সমাধান কেউ চেওনা। আমি আমারটাই সামলাতে পারছিনা আর তোমরা তোমাদের গুলো আমার উপর চাপিয়ে দিচ্ছ। সমস্ত স্ত্রীরা দয়া করে কোনও সমস্যা না করে জওয়ানদের দেখতে যান।’

 

শাহরুখের মুখে গৌরীকে নিয়ে এমন কথা শুনে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই পুরোটাই ছিল মজার ছলে। শাহরুখ মাঝে মধ্যেই স্ত্রীকে নিয়ে এরকম মজা করে থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। নারীকেন্দ্রিক এই ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, নয়নতারার মত অভিনেত্রীরা। আগামী ৭ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর