সন্দেশখালিতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ! এবার বড় কাণ্ড ঘটালেন BJP-র সেই গঙ্গাধর

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ সালের শুরু থেকেই সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। লোকসভা ভোটের মধ্যেও ‘শাহজাহান গড়’ নিয়ে চর্চা অব্যাহত। কয়েকদিন আগে আবার প্রকাশ্যে এসেছে ‘স্টিং অপারেশনে’র একটি ভিডিও। দাবি করা হয়েছে, সেখানে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা যাচ্ছে। যদিও গঙ্গাধর প্রথম থেকেই বলেছেন, এই ভিডিও ভুয়ো। তাঁর মুখ, কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এবার এই নিয়ে সোজা কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিজেপি নেতা।

সন্দেশখালির ‘স্টিং অপারেশনে’র (Sandeshkhali Sting Operation) ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে একাধিকবার বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির তরফ থেকে আবার পাল্টা আঙুল তোলা হয়েছে জোড়াফুল শিবিরের দিকে। বৃহস্পতিবারও বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মনোনয়ন জমা দেওয়ার সময় এই নিয়ে ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘এই কেসেই ভাইপো আর আইপ্যাককে প্যাকেট করব’ বলেছিলেন তিনি।

শুক্রবার জানা গেল, সন্দেশখালিতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন গঙ্গাধর (Gangadhar Kayal)। বিজেপি নেতার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে বলে অভিযোগ। এই কারণে এলাকার পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, উত্তপ্ত হয়ে উঠছে বলে আবেদনে অভিযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গেই গঙ্গাধরের আইনজীবীর দাবি, কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের কাছেও এই নিয়েও অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বাতিল হচ্ছে গরমের ছুটি! এবার জুন-জুলাইতেও ক্লাস? রাজ্যে সামার ভ্যাকেশন নিয়ে বিরাট আপডেট

জানা যাচ্ছে, বিজেপি (BJP) নেতা গঙ্গাধরকে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে আবেদন করা হয়েছে হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন তিনি। আগামী সোমবার এই মামলার শুনানি হবে।

Gangadhar Kayal Calcutta High Court

উল্লেখ্য, সন্দেশখালির ‘স্টিং অপারেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা হচ্ছে। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ককে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ওগুলো সব ভাইপো আর আইপ্যাকের করানো … উচ্চ আদালতে যাওয়া হচ্ছে। সমূহ ঘটনার জন্য সিবিআই তদন্তের আবেদন জানানো হবে। আমরা দু-একদিনের মধ্যেই ফাইল করছি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর