বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত সুরকার গায়ক বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) সঙ্গে নিজের তুলনা টেনে আক্রমণের মুখে পড়েছিলেন আদা শর্মা (Adah Sharma)। নগ্ন বুকে সোনার চেন ঝুলিয়ে সেই ছবি আবার বাপ্পিদার ছবির সঙ্গে কোলাজ করে চরম নিন্দার শিকার হয়েছিলেন অভিনেত্রী। এমনকি তাঁর মানসিক স্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল। অবশ্য কটাক্ষের মুখে পড়তেই তড়িঘড়ি ছবি মুছে ফেলেন আদা। সেই সঙ্গে জানান, এতে তাঁর দোষ নেই। সবটাই সময়ের ভুল।
দিন কয়েক আগে নিজের ফেসবুক হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেছিলেন আদা। নিজের ও বাপ্পি দার ছবির কোলাজ বানিয়েছেন তিনি। সুরকারকে দেখা গিয়েছে চেনা লুকে। চোখে কালো চশমা, গলায় একগোছা সোনার হার। আর অন্যদিকে গলায় কয়েকটি সোনার চেন ও হাতে আংটি পরে বোতাম খোলা জ্যাকেট পরে পোজ দিয়েছিলেন আদা।
ছবিটি ভাইরাল হতে এবং নেটনাগরিকদের ক্ষোভের মুখে পড়তে সময় নেয়নি। এবার আদা সাফাই দিলেন নিজের কৃতকর্ম নিয়ে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ছবিটি আসলে নতুন নয়। ২০২০ সালের ২৮ মার্চে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম বার ছবিটি শেয়ার করেছিলেন তিনি।
বিতর্কিত ফেসবুক পোস্টটি তিনি বা তাঁর টিম কেউই পোস্ট করেননি বলে জানান আদা। সেটি এক মাস আগে থেকেই শিডিউল করে রাখা ছিল। কিন্তু দূর্ভাগ্যবশত এর মাঝেই প্রয়াত হন বাপ্পি লাহিড়ী। আর আদার ছবিটিও পোস্ট হয় তার পরপরই। অভিনেত্রীর কথায়, সবটাই ভুল বোঝাবুঝি। তবে ক্ষোভ থেকে রেহাই পাননি আদা।
https://www.instagram.com/p/B-RTLqNnti2/?utm_medium=copy_link
প্রসঙ্গত, বলিউডে তেমন উল্লেখযোগ্য কোনও কাজ না করলেও দক্ষিণে বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন আদা। তেলুগু ইন্ডাস্ট্রিতে আদা রীতিমত পরিচিত মুখ। ‘হার্ট অ্যাটাক’ ছবিতে তাঁর অভিনয় আলাদা ভাবে নজর কেড়েছিল সিনেপ্রেমীদের। ২০০৮ সালে অভিনয়ে প্রবেশ করার পর ১৯২০ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান আদা শর্মা।