আপনা থেকেই বেঁকে যাচ্ছে পা, ‘অস্বাভাবিক’ যোগার ভিডিও শেয়ার করলেন আদা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বিশেষ কোনও ছবি তিনি না করলেও যথেষ্ট জনপ্রিয় এই অভিনেত্রী। ১৯২০তে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন। তারপর পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘হাসি তো ফাসি’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। হ্যাঁ ঠিক ধরেছেন আদা শর্মার (Adah sharma) কথাই বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই অনুরাগীদের জন্য নানা ছবি ভিডিয়ো শেয়ার করেন তিনি। ফের তাঁর একটি ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়।


যোগাতে যে আদা বেশ দক্ষ তা নতুন করে বলে দিতে হয়না। এই ভিডিওতেও দেখা গিয়েছে নিজের পা দিয়ে অসাধারন কেরামতি দেখাচ্ছেন তিনি। ‘ওম শান্তি ওম’ ছবির ‘ম‍্যায় অগর কহু’ গানের সঙ্গে ভিডিওটি করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B_KuQCZnAHU/?igshid=1t8xyy7lgh802

https://www.instagram.com/p/B-3319Rne3D/?igshid=1eimlv90popuk

কিন্তু কোথাও একটা খটকা থেকে যাচ্ছে। হাতের কোনওরকম সাপোর্ট ছাড়াই পা সামনে নিয়ে নানান কেরামতি দেখাচ্ছেন আদা, যা বেশ অস্বাভাবিক। তবে ভিডিওর শেষে খোলসা হল সেই রহস‍্য। আসলে আদার মা ই পেছন থেকে পা দিয়ে এই কেরামতিগুলো করছিলেন।

https://www.instagram.com/p/B_aOV63HlJm/?igshid=1n3azgjtodhvv

মাদার্স ডে উপলক্ষেই এই ভিডিও শুট করেছেন আদা। মা মেয়ের এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরাও। আদার বুদ্ধিরও প্রশংসা করেছেন তারা।

https://www.instagram.com/p/B_94M59HcgJ/?igshid=odmpycuvm9yl

https://www.instagram.com/p/B_xH3uSHMug/?igshid=ztparmphg38i

এর আগে লকডাউনে যোগার ফাঁকেই ঘর পরিস্কার করতে দেখা গিয়েছিল আদাকে। এক সঙ্গে দিব‍্যি দুটো কাজই হয়ে যাচ্ছে। বেশ ভাইরাল হয় সেই ভিডিও। নেটিজেনরা প্রশংসাও করেছেন আদার বুদ্ধিমত্তা ও প্রতিভার।

সম্পর্কিত খবর

X