দেউলিয়া হয়ে যাওয়া এই কোম্পানিটি কিনতে চলছিল জোর টক্কর! সেই দৌড় থেকে বেরিয়ে গেলেন আদানি-আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: আপনিও নিশ্চয়ই বিগ বাজার (Big Bazaar) থেকে কোনো না কোনো সময়ে কেনাকাটা করেছেন। কারণ গ্রাহকদের কাছে এই প্রতিষ্ঠানটি ছিল অত্যন্ত পছন্দের। কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা করা ফিউচার রিটেইল লিমিটেড (Future Retail Ltd) এখন দেউলিয়া হয়ে গেছে। শুধু তাই নয়, ওই প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ঋণেও জর্জরিত। যার জেরে ওই কোম্পানির শেয়ার ৩.২১ টাকার নিচে নেমে গেছে।

এমনকি, পরিস্থিতি এখন এমন যে কোম্পানিটি বিক্রিও হতে চলেছে। একটা সময়ে দেউলিয়া হয়ে যাওয়া এই কোম্পানিটি কেনার জন্য তুমুল প্রতিযোগিতা ছিল। কিছুদিন আগে পর্যন্ত প্রায় ৪৯ টি কোম্পানি ঋণে জর্জরিত এই কোম্পানি কিনতে আগ্রহ দেখিয়েছিল। যার মধ্যে Reliance, আদানি গ্রূপের মতো বড় সংস্থাগুলিও ছিল। কিন্তু এখন তারা এই দৌড় থেকে বাদ পড়েছে। আপাতত কোম্পানিটি কেনার চূড়ান্ত প্রতিযোগিতায় নেমেছে ৬ টি কোম্পানি। যার মধ্যে কোনো বড় নাম নেই।

   

এই কোম্পানি কেনার প্রতিযোগিতা থেকে বাইরে রয়েছেন আম্বানি-আদানি: এই প্রসঙ্গে ইটি নাও-এর একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভারতের দুই বৃহত্তম সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (RIL) রিলায়েন্স রিটেইল এবং আদানি গ্রুপ এখন বিগ বাজারের ফিউচার গ্রুপ কেনার দৌড়ের বাইরে চলে গিয়েছে।

এমতাবস্থায়, ফিউচার গ্রুপ কেনার দৌড়ে এখন সামিল রয়েছে ৬ টি কোম্পানি। ফিউচার রিটেলের জন্য চূড়ান্ত রাউন্ডের বিডিংয়ের ক্ষেত্রে ওই ছ’টি কোম্পানিই এগিয়ে এসেছে। এতে সবচেয়ে বড় দর দিয়েছে স্পেস মন্ত্র (Space Mantra) কোম্পানি। এছাড়াও পিন্যাকল এয়ার, Palgun Tech LLC, গুডউইল ফার্নিচার, সর্বভিস্তা ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লেহার সলিউশনস ওই কোম্পানিটি কেনার প্রতিযোগিতায় রয়েছে।

adani and ambani

৪৯ টি কোম্পানি প্রতিযোগিতায় ছিল: উল্লেখ্য যে, একটা সময়ে মোট ৪৯ টি কোম্পানি ফিউচার রিটেল কেনার দৌড়ে ছিল। ওই কোম্পানিগুলি এক্সপ্রেশন অফ ইন্টারেস্টও দিয়েছিল। এদিকে, ফাইন্যান্সিয়াল ক্রেডিটার্সরা ফিউচার রিটেলের কাছ থেকে ২০,০০০ কোটি টাকা দাবি করেছে। অপরদিকে, এনসিএলটি ফিউচার গ্রুপকে এই দেউলিয়ার বিষয়টি সমাধানের জন্য ৯০ দিন সময় দিয়েছে। আপাতত এই কোম্পানিকে কিনতে ৬ টি কোম্পানি চূড়ান্ত রাউন্ডে বিড করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর