বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিনেমা জগতে বড়সড় বিনিয়োগ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে চুক্তিবদ্ধ হল আদানি (Adani) উইলমারের ফরচুন ব্র্যান্ড। ২০২৫ থেকে ২০৩০ পাঁচ বছরের জন্য উইন্ডোজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এই সংস্থা। আর এর সঙ্গে সঙ্গেই বাংলা ছবিতে বিনিয়োগের রাস্তাও আরো প্রশস্ত হল।
উইন্ডোজের সঙ্গে চুক্তিবদ্ধ হল আদানির (Adani) সংস্থা
উল্লেখ্য, উক্ত দুই সংস্থাই সম্প্রতি ২৫ বছর সম্পূর্ণ করেছে। ছোটপর্দা এবং বড়পর্দা মিলিয়ে ২৫ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছে উইন্ডোজ প্রোডাকশন। টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা এটি। অন্যদিকে চলতি বছরেই ২৫ এ পদার্পণ করেছে আদানির (Adani) ফরচুন। ফুড ব্র্যান্ড হিসেবে বাঙালিদের মাঝে যথেষ্ট জনপ্রিয় ফরচুন। তাই রান্নাঘরের পর এবার বাঙালির বিনোদুনিয়ায় ছাপ ফেলতে উদ্যোগী হয়েছে এই সংস্থা।
কত বছরের চুক্তি হয়েছে: যেমনটা জানা যাচ্ছে, আগামী ৫ বছর ধরে শিবপ্রসাদ নন্দিতার প্রোডাকশনে প্রতি বছর ৩ কোটি টাকা করে বিনিয়োগ করবে আদানির (Adani))ফরচুন গ্রুপ। পরিবর্তে উইন্ডোজের বিভিন্ন সিনেমায় নানান ভাবে ফরচুনের ব্র্যান্ড পজিশনিং করা হবে বা ফরচুনের উল্লেখ থাকবে। এমনটাই চুক্তি হয়েছে দুই প্রযোজনা সংস্থার মধ্যে।
বাংলার ঐতিহ্যকে তুলে ধরবে দুই সংস্থা: এ প্রসঙ্গে শিবপ্রসাদ বলেন, বাঙালি দর্শকরা যাতে একাত্ম হতে পারে, এমনি গল্প সাধারণত পর্দায় তুলে ধরে থাকে। অন্যদিকে ফরচুন গ্রুপও দীর্ঘদিন ধরে বাঙালির রান্নাঘরে দখল জমিয়ে আসছে! এবার যৌথ উদ্যোগে বাংলার ঐতিহ্যশালী সংষ্কৃতিকে আরো সমৃদ্ধ করবে এই দুই সংস্থা, এমনটাই আশাবাদী শিবপ্রসাদ।
উল্লেখ্য, এর আগেও উইন্ডোজের বিভিন্ন ছবিতে বিনিয়োগ করেছেন আদানি (Adani)। বেলাশেষে, প্রাক্তন, হামি, অলীক সুখ, রক্তবীজের মতো ছবিতেও আগে বিনিয়োগ করেছেন আদানি। এবার আরো বড় মাপের চুক্তি হল দুই সংস্থার মধ্যে যা বাংলা ছবির পক্ষেই লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।