সাধারণ মানুষদের সুবিধার্থে বড় পদক্ষেপ আদানি গ্রুপের! ধন্য ধন্য করছে গোটা দেশ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার হেলথ সেক্টরে বিরাট বিনিয়োগ করতে চলেছেন তিনি। মূলত, আদানি গ্রুপ (Adani Group) মায়ো ক্লিনিকের সাথে অংশীদারিত্বে স্বাস্থ্য পরিকাঠামোতে ৬,০০০ কোটি টাকা ব্যয় করবে।

বড় পদক্ষেপ আদানি গ্রুপের (Adani Group):

এর অধীনে, মুম্বাই এবং আহমেদাবাদে ২ টি ১,০০০ শয্যার মাল্টি-স্পেশালিটি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলেও জানা গিয়েছে। আদানি গ্রুপ (Adani Group) এই উদ্যোগের জন্য আমেরিকার মায়ো ক্লিনিক গ্লোবাল কনসাল্টিংকে কৌশলগত উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছে। মায়ো ক্লিনিক এই হাসপাতালের সাংগঠনিক উদ্দেশ্য থেকে শুরু করে ক্লিনিকাল প্রক্রিয়া, ডিজিটাল, আইটি এবং স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে সাহায্য করবে।

আদানি গ্রুপের পরিকল্পনা: এই প্রসঙ্গে আদানি গ্রুপের (Adani Group) জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, গ্রুপটি ভারত জুড়ে সমাজের সকল শ্রেণির মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে, বিশ্বমানের চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসা সংক্রান্ত শিক্ষার খরচ সম্পূর্ণভাবে বহন করবে। এর অধীনে, আহমেদাবাদ এবং মুম্বাইতে ৬,০০০ কোটি টাকারও বেশি ব্যয় করা হবে। তবে, বিশদ বিবরণ না দিয়ে, বিবৃতিতে বলা হয়েছে যে গৌতম আদানি ভারতের বিভিন্ন শহরে এই ধরণের অন্যান্য ইন্টিগ্রেটেড “আদানি হেলথ সিটি”-র পরিকল্পনা করেছেন। এই ইন্টিগ্রেটেড ক্যাম্পাসগুলিতে মাল্টি-স্পেশালিটি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ থাকবে। যার প্রতিটিতে থাকবে ১,০০০ টি শয্যা।

আরও পড়ুন: “ভারতের রোনাল্ডো”, এই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড়, নির্বাচকদের দিলেন পরামর্শ

মেডিক্যাল কলেজের কথা বললে জানাতে হয় যে, প্রতি বছর ১৫০ জন স্নাতক, ৮০ জনের বেশি রেসিডেন্ট এবং ৪০ জনেরও বেশি ফেলো এগুলিতে ভর্তি হবেন। এই মেডিক্যাল কলেজগুলিতে স্টেপ-ডাউন এবং ট্রানজিশনাল কেয়ার সুবিধা ও অত্যাধুনিক গবেষণা কেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে। আদানি গ্রুপ (Adani Group) বলেছে যে, এই উদ্যোগের লক্ষ্য হল সমস্ত আর্থ-সামাজিক পটভূমির মানুষদের সেবা করা ও পরবর্তী প্রজন্মের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়াও গবেষণা। এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বায়োমেডিক্যাল ক্ষেত্রগুলিতেও নজর দেওয়া হবে।

আরও পড়ুন: আর নেই উপায়! গৌতম আদানির কাছে এবার “বড় আবদার” বাংলাদেশের

কি জানিয়েছেন গৌতম আদানি: এদিকে, এই প্রসঙ্গে গৌতম আদানি (Gautam Adani) জানিয়েছেন, “২ বছর আগে, আমার ৬০ তম জন্মদিনে আমাকে উপহার হিসেবে, আমার পরিবার স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং দক্ষতা বিকাশের জন্য ৬০,০০০ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।এর আওতায় আদানি হেলথ সিটি একটি প্রকল্প। ভারতীয় সমাজের প্রতিটি স্তরের মানুষকে সাশ্রয়ী মূল্যের, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর