পাত্তা পেলনা বিতর্ক! এবার এই পড়শি রাজ্যে বাম্পার বিনিয়োগ আদানি গ্রুপের, হবে বিপুল কর্মসংস্থান

বাংলা হান্ট ডেস্ক: এবার আদানি গ্রুপ (Adani Group) পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে বিরাট বিনিয়োগ করতে চলেছে। সাম্প্রতিক সময়ে বিহারে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের বিষয় সামনে এসেছে। সেই রেশ বজায় রেখেই এবার আদানি গ্রুপও ওই রাজ্যে বিপুল বিনিয়োগ করবে। বিজনেস কানেক্ট ২০২৪ বিনিয়োগকারী সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে আদানি গ্রুপের তরফে প্রণব আদানি ওই রাজ্যে তাঁদের বিনিয়োগের পরিকল্পনা প্রসারিত করেছেন।

বাম্পার বিনিয়োগ আদানি গ্রুপের (Adani Group):

এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও বিহার সরকারের প্রশংসা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি গ্রুপ (Adani Group) বিহারে লজিস্টিক থেকে শুরু করে গ্যাস ডিস্ট্রিবিউশন এবং অ্যাগ্রো-লজিস্টিকসের তিনটি প্রধান সেক্টরে এখনও পর্যন্ত প্রায় ৮৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

কর্মসংস্থানের সুযোগ: এদিকে, এই বিনিয়োগ ওই রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। অনুমান করা হচ্ছে যে, এর ফলে প্রায় ২৫,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। ওই এলাকায় আরও ২,৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। যার ফলে গুদাম এবং হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধি পাবে। এদিকে, আদানি গ্রুপ (Adani Group) বিহার সরকারের সাথে, রাজ্যে কৌশলগত পরিকাঠামো তৈরিতে আরও ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে গতি শক্তি রেলওয়ে টার্মিনাল, ICD (ইন্টারনাল কন্টেইনার ডিপো) এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারহাউস পার্ক।

Adani Group bumper investment in this neighboring state.

বৈদ্যুতিক মিটারের রুপান্তর: আদানি গ্রুপ (Adani Group) বিহারে বৈদ্যুতিক মিটারকে স্মার্ট মিটারে রূপান্তর করার প্রক্রিয়ায় ২,১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই প্রকল্পের অধীনে, রাজ্যের ৫ টি শহর সিওয়ান, গোপালগঞ্জ, বৈশালী, সরণ এবং সমস্তিপুরে ২৮ লক্ষ স্মার্ট মিটার স্থাপন করা হবে। এই মিটার স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ খরচ নিরীক্ষণ করবে। এদিকে, এই প্রকল্পের মাধ্যমে অন্তত ৪,০০০ স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: রয়েছে ৩ টি কারণ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে অবলীলায় জিতবে ভারত

শুরু হয়েছে গ্রিনফিল্ড সিমেন্ট প্রকল্প: প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি গ্রুপ (Adani Group) বিহারে তাদের প্রথম গ্রিনফিল্ড সিমেন্ট প্রকল্পও শুরু করেছে। এই প্রকল্পটি ওয়ারিশালীগঞ্জে অবস্থিত। এর জন্য ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। পাশাপাশি, সিমেন্ট উৎপাদন ক্ষমতা বছরে ১ কোটি মেট্রিক টনে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। যা ৯,০০০-এর বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুন: ১৫,০০০ কিমি দূর থেকে এল বড়সড় “Good News”, নতুন বছরেই বাজিমাত করবে Reliance Industries

এছাড়াও, আদানি গ্রুপ (Adani Group) বিহারের জ্বালানি খাতে ২০,০০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এই বিনিয়োগের মাধ্যমে রাজ্যে একটি অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। যেটি ১২,০০০ গঠনমূলক এবং ১,৫০০ দক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর