বারবার লোডশেডিংয়ের ঝঞ্ঝাট খতম, বাংলায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় উদ্যোগ আদানির! খুশির হাওয়া চারিদিকে

বাংলাহান্ট ডেস্ক : তীব্র দাবদাহের মাঝেই বিদ্যুৎ নিয়ে চরম সংকটে দিন গুজরান করছেন ওপার বাংলার (Bangladesh) মানুষ। লোডশেডিং এর দাপটে একেবারেই নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে এবার সে দেশের পাশে দাঁড়ালো আদানি গ্রুপ (Adani Group)। ভারতের এই শিল্পপতি পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশে।

গত বুধবার অর্থাৎ ৭ তারিখ থেকে শুরু হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এদিন রাত ৩ টে ৪৩ মিনিট নাগাদ শুরু হয় আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ করার কাজ। পিজিসিবি অর্থাৎ বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট ৭৫৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে পিজিসিবির মুখপাত্র এবিএম বদরুদ্দোজা খান বলেন, ‘বুধবার রাত আনুমানিক ৩ টে ৪৩ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি গ্রুপ। বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০৭ মেগাওয়েট বিদ্যুৎ সঞ্চালনা করা হয়েছিল। সকাল ১১ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের মোট পরিমান ছিল ৭৫৭ মেগাওয়েট’।

তাঁর সংযোজন, ‘বুধবার দুপুর আনুমানিক ২ টো ৪৬ মিনিট নাগাদ থেকে বিদ্যুৎ সঞ্চালন শুরু হলেও সঞ্চালন লাইনে অনাকাঙ্ক্ষিত ট্রিপিং এর জেরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর পিজিসিবির ইঞ্জিনিয়ারদের তৎপরতায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করার পর ৩ টে নাগাদ পুনরায় চালু হয় লাইনটি। কিন্তু তারপরও বেশ কিছু কাজ বাকি রয়ে গিয়েছিল। আর সে কারণেই বিদ্যুৎ সরবরাহ শুরু হয় রাত্রে’।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই ওপার বাংলায় চলছে লোডশেডিং। আগামী বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জেরে বিদ্যুৎ বিভ্রত আরো বেড়ে যায়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে অনেকটাই উন্নত হয়ে যাবে দেশের বিদ্যুৎ পরিষেবা।

Avatar
additiya

সম্পর্কিত খবর