বাংলা হান্ট ডেস্ক: একের পর এক রেকর্ডের অধিকারী হচ্ছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই আদানি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির তকমা পেয়েছেন। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী হয়েছেন তিনি। এমতাবস্থায়, এবার গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ (Adani Group) দেশের সবচেয়ে মূল্যবান ব্যবসায়িক গোষ্ঠীতে (Most Valuable Business Group) পরিণত হয়েছে। শুধু তাই নয়, এই গ্রুপের মার্কেট ক্যাপ ২০.৭৪ লক্ষ কোটি টাকা বা প্রায় ২৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এদিকে, ১৫৪ বছরের পুরোনো টাটা গ্রুপকে (Tata Group) হারিয়ে এই অবস্থানে এসে পৌঁছেছে আদানি গ্রুপ। জানা গিয়েছে, গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার পর টাটা গ্রুপের মার্কেট ক্যাপ ২০.৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপের মার্কেট ক্যাপ হয়েছে ১৭.১ লক্ষ কোটি টাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আদানি গ্রুপের মার্কেট ক্যাপ গত কয়েক বছরে তুমুল গতিতে বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য যে, তিন বছরেরও কম সময়ে, আদানি গ্রুপের সাতটি তালিকাভুক্ত কোম্পানি বিনিয়োগকারীদের সম্পদে ১৮.৭ লক্ষ কোটি টাকা বা প্রায় ২৩৪ বিলিয়ন ডলার যোগ করেছে। ২০১৯ সালের শেষে এই সংস্থাগুলির মোট মার্কেট ক্যাপ ছিল ২ লক্ষ কোটি টাকা। তারপর থেকে, গ্রুপটি প্রতি মাসে শেয়ারহোল্ডারদের জন্য গড়ে ৫৬,৭০০ কোটি টাকা যুক্ত করেছে। এদিকে, এই সময়ের মধ্যে টাটা গ্রুপ ৯ লক্ষ কোটি টাকা এবং রিলায়েন্স ৭.৪ লক্ষ কোটি টাকা যুক্ত করে।
১৯৮৮ সালে শুরু হয়েছিল পথচলা: আদানি গ্রুপের ব্যবসা ট্রেডিং, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ উৎপাদন, সিমেন্ট, রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবা জুড়ে বিস্তৃত। আদানি এন্টারপ্রাইজ ১৯৮৮ সালে আদানি কর্তৃক শুরু হয়েছিল। তখন এর নাম ছিল আদানি এক্সপোর্টস। তিনি প্রথমে কমোডিটিজ ট্রেডিংয়ের ব্যবসা শুরু করেন। এমতাবস্থায়, তিনি দ্রুত আমদানি-রপ্তানির জন্য মুন্দ্রা পোর্টেরও প্রতিষ্ঠা করেন। এদিকে গত দুই দশকে, এই গ্রুপ একাধিক ব্যবসায় পদার্পণ করেছে। গ্রিনফিল্ড প্রকল্প, অধিগ্রহণ এবং যৌথ উদ্যোগের মাধ্যমে কোম্পানিটি তার ব্যবসা সম্প্রসারিত করে। এছাড়াও, আদানি গ্রূপ থার্মাল ও রিনুয়েবল পাওয়ার জেনারেশন প্রজেক্টও স্থাপন করেছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি বন্দর অধিগ্রহণ করার পাশাপাশি সারা দেশে পাওয়ার ট্রান্সমিশন লাইন ছাড়াও দেশের বৃহত্তম দু’টি সিমেন্ট কোম্পানি অধিগ্রহণ করেছে আদানি গ্রূপ।
উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ায় কয়লা খনির কার্যক্রম শুরু করার জন্য আদানি গ্রুপকে একাধিক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। এমতাবস্থায়, কোম্পানিটি রিনুয়েবল এনার্জি সেক্টরে ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। যার ফলে আদানি গ্রুপ দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের শীর্ষস্থানীয় একাধিক বিনিয়োগকারী এই গ্রূপের প্রতি আগ্রহ প্রদর্শন করেছে। এর মধ্যে রয়েছে ওয়ারবার্গ পিঙ্কাস এবং টোটাল এনার্জি। জানিয়ে রাখি, ২০০০ সালে আদানি গ্রুপ সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি উইলমার ইন্টারন্যাশনালের সাথে যৌথভাবে আদানি উইলমার গঠন করে। আজ এটি দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি। তিন বছর আগে, সংস্থাটি এয়ারপোর্ট ম্যানেজমেন্ট বিজনেসেও প্রবেশ করেছিল।