যোগীরাজ্যে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা গৌতম আদানির! হবে ৩০ হাজার কর্মসংস্থান

বাংলা হান্ট ডেস্কঃ এদিন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের বাৎসরিক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠানে যোগ দেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি আর অনুষ্ঠানে হাজির হয়েই বিশাল অঙ্কের বিনিয়োগ করার কথা ঘোষণা করলেন তিনি। ভবিষ্যতে উত্তরপ্রদেশে 70 হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে তাঁর কোম্পানি। যার ফলে আগামী কয়েক বছরের মধ্যে গোটা রাজ্যে প্রায় ত্রিশ হাজারের বেশি মানুষ কাজ পাবেন বলে মনে করা হচ্ছে। গৌতম আদানির এই ঘোষণার পর স্বভাবতই নতুন আশার আলো দেখতে শুরু করেছে রাজ্যবাসী।

এদিন বাৎসরিক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে আদানি বলেন, “আমাদের সংস্থা 70 হাজার কোটি টাকার বিনিয়োগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এখানে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ গোলাবারুদ তৈরীর কারখানা গড়ে তোলা হবে। এই বিনিয়োগের ফলে আগামী কয়েক বছরে প্রায় 30 হাজারের বেশি মানুষ কাজ পাবেন বলে আশা করা হচ্ছে।”

অনুষ্ঠানে ঘোষিত পরিকল্পনা মাফিক কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলেও জানান আদানি গোষ্ঠীর চেয়ারম্যান। তিনি বলেন, “ইতিমধ্যেই পানীয় জল, যাতায়ত, অ্যাডিশনাল পাওয়ার এবং ডেটা সেন্টারের ক্ষেত্রে প্রায় 11 হাজার কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। এছাড়াও আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে পরিবহন ক্ষেত্রে 24 হাজার কোটি টাকা এবং প্রতিরক্ষা এবং অন্যান্য খাতে 35 হাজার কোটি টাকার বিনিয়োগ করা হতে চলেছে।”

ভবিষ্যতে কানপুরে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ গোলাবারুদ তৈরীর কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে গৌতম আদানির। সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “উত্তরপ্রদেশে সর্বপ্রথম কোন সংস্থা এত বৃহৎ বিনিয়োগ করতে চলেছে। বিশেষত প্রতিরক্ষা খাতে বিনিয়োগ আমাদের মূল লক্ষ্য। আমরা কানপুরে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ গোলাবারুদ তৈরীর কারখানা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে এবং এটি যদি সম্ভব হয়, তবে রাজ্যের জন্য তা খুশির খবর বয়ে আনবে।”

Sayan Das

সম্পর্কিত খবর