বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আদানি গ্রুপ (Adani Group) ছত্তিশগড়ে (Chhattisgarh) ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। গত রবিবার ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের তথা বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি এই ঘোষণা করেন। তিনি গত রবিবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাইয়ের সাথে বৈঠকের সময়ে ওই রাজ্যে পাওয়ায় এবং সিমেন্ট প্রকল্পে ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন।
ছত্তিশগড়ে বিরাট বিনিয়োগ আদানি গ্রুপের (Adani Group):
জানা গিয়েছে এসেছে, রায়পুরে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে দেখা করেছিলেন গৌতম আদানি। ওই রাজ্যে আদানি গ্রুপের (Adani Group) সম্প্রসারণ পরিকল্পনার রূপরেখা জানান তিনি। এমতাবস্থায়, ওই রাজ্যের জনসংযোগ বিভাগের জারি করা একটি বিবৃতি অনুসারে জানা গিয়েছে, আদানি গ্রুপ রায়পুর থেকে শুরু করে কোরবা এবং রায়গড়ে তার পাওয়ার প্ল্যান্টগুলি সম্প্রসারণের জন্য ৬০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
এর ফলে ছত্তিশগড়ের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অতিরিক্ত ৬,১২০ মেগাওয়াট বৃদ্ধি পাবে। এছাড়াও, আদানি গ্রুপ (Adani Group) ওই রাজ্যে তার সিমেন্ট প্ল্যান্টগুলির উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: আর চলবেনা খেলোয়াড়দের দাদাগিরি! IPL-এ নিয়ম অমান্য করলেই…..বড় সিদ্ধান্তের পথে BCCI
এর পাশাপাশি আদানি ছত্তিশগড়ের সামাজিক পরিকাঠামোতে উল্লেখযোগ্য উন্নতির জন্য শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, দক্ষতা উন্নয়ন এবং পর্যটন খাতে আগামী ৪ বছরে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছে। মুখ্যমন্ত্রীর পরামর্শে করা এই প্রতিশ্রুতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কাঠামো এবং অন্যান্য গোষ্ঠী উদ্যোগের অধীনে বাস্তবায়িত হবে বলে বিবৃতিতে জানানো হয়।
আরও পড়ুন: হু হু করে বাড়বে দাম! টাটা গ্রুপের এই শেয়ারই বিনিয়োগকারীদের করে দেবে মালামাল
এছাড়াও, ওই বৈঠকে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, ডেটা সেন্টার স্থাপন এবং ছত্তিশগড়ে একটি বিশ্বব্যাপী সক্ষমতা কেন্দ্র স্থাপনে সম্ভাব্য সহযোগিতার অন্বেষণ করা হয়। সামগ্রিকভাবে প্রগতিশীল এবং টেকসই ছত্তিশগড়ের জন্য সরকারের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে এই বিনিয়োগ রাজ্য জুড়ে অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নকে উৎসাহিত করবে বলেই অনুমান করা হচ্ছে।