বাংলা হান্ট ডেস্ক: দেশের তৃতীয় বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান আদানি গ্রুপ (Adani Group) এবার নিজেদের ভাবমূর্তি বদলাতে বড় ধরণের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। গত বছরের জানুয়ারিতে, আমেরিকান শর্ট সেলিং ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্টের কারণে আদানি গ্রুপ বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল। এমনকি, কিছুদিন আগেও আদানি গ্রুপের প্রসঙ্গে ফের চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এনেছিল হিন্ডেনবার্গ।
বড় সিদ্ধান্ত নিচ্ছে আদানি গ্রুপ (Adani Group):
এমতাবস্থায়, সম্প্রতি ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আদানি গ্রুপ (Adani Group) তাদের ভাবমূর্তি পাল্টাতে একটি বড় পরিকল্পনা করেছে। মূলত, গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি তাঁর ফ্যামিলি অফিসগুলির জন্য একটি টপ গ্লোবাল ফার্ম থেকে অডিটর এবং একজন সিইও নিয়োগের পরিকল্পনা করছেন বলে সূত্র জানিয়েছে। তিনি তালিকাভুক্ত কোম্পানিগুলির মতো গ্রুপের ফ্যামিলি অফিসগুলিতেও একই স্বচ্ছতা আনতে চান।
জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে আদানি গ্রুপের (Adani Group) ব্যবসা খনি থেকে মিডিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। সূত্র বলছে যে আদানি গ্রুপ বিশ্বের ৬ টি বৃহত্তম অ্যাকাউন্টিং সংস্থার মধ্যে দু’টির সাথে কথা বলছে তাদের ফ্যামিলি অফিসগুলির অ্যাকাউন্ট অডিট করার জন্য। এর উদ্দেশ্য হল আদানির ওয়েল্থ ম্যানেজমেন্টে স্বচ্ছতা নিয়ে আসা। যাতে হিন্ডেনবার্গ রিসার্চের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। উল্লেখ্য যে, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গোষ্ঠীর অনেক ত্রুটিই উন্মোচিত হয়েছে। গ্রুপটি কিভাবে কাজ করে এবং তাদের তালিকাভুক্ত কোম্পানিগুলি কিভাবে পরিচালনা করে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: বাংলাদেশে ভয়াবহ বন্যার জন্য ভারত দায়ী নয়! বিবৃতি জারি করে স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক
নিযুক্ত করা হবে টিম: সূত্র অনুযায়ী জানা গিয়েছে, পাঁচ জনের একটি টিম নিয়োগ করা হচ্ছে। যেখানে একজন সিইও এবং একজন চিফ ফাইনান্সিয়াল অফিসার অন্তর্ভুক্ত রয়েছেন। প্রাথমিকভাবে এই দলটি গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জুগেশিন্দর সিংকে রিপোর্ট করবে এবং তারপর গৌতম আদানিকে রিপোর্ট করবে। জানিয়ে রাখি যে, আদানি পরিবারের দু’টি ওয়েল্থ অফিস এখনও অবধি গ্রুপের (Adani Group) কোম্পানিগুলির CFO-দের সহায়তায় পরিচালিত হত।
আরও পড়ুন: এবার শেখ হাসিনাকে বড় ঝটকা দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার! নেওয়া হল কড়া অ্যাকশন
এদিকে, ওয়েল্থ অফিসের নেতৃত্বে পেশাদারদের আনা অস্বাভাবিক নয়, তবে একটি গ্লোবাল অডিট ফার্মের নিয়োগ এবং ডিসক্লোজারকে বাড়ানোর প্রচেষ্টা একটি নতুন ধরণের উদ্যোগ। এটি বেশিরভাগ পারিবারিক অফিসের কাজের শৈলীর বিপরীত। এগুলির মধ্যে প্রায়ই প্রাইভেসিকে প্রাধান্য দেওয়া হয়। তবে, এখন এটা স্পষ্ট যে গত বছরের সঙ্কটের পরে, আদানি গ্রুপ (Adani Group) তাদের কর্মপদ্ধতি পরিবর্তন করতে আগ্রহী। এর ফলে স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে গ্রুপের বিশ্বাসযোগ্যতাও উজ্জ্বল হবে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে। জানা গিয়েছে পারিবারিক অফিস ম্যানেজমেন্ট গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিতে ফাউন্ডারদের শেয়ারহোল্ডিং তত্ত্বাবধান করবে এবং পরিবার দ্বারা করা অতিরিক্ত ডিসক্লোজারকে প্রকাশের জন্য আর্থিক রিপোর্ট প্রস্তুত করবে।