বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ভারতীয় ধনকুবের গৌতম আদানি আমেরিকার ফান্ডিং প্রত্যাখ্যান করে পুরো ব্যবসায়িক জগতকে চমকে দিয়েছেন। জানিয়ে রাখি যে, কলম্বো বন্দর প্রকল্পে ফান্ডিং করতে চেয়েছিল ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন। গত মঙ্গলবার রাতে আদানি গ্রুপ (Adani Group) শেয়ার বাজারকে জানিয়েছে, তারা তাদের ফান্ডিংয়ের অনুরোধ প্রত্যাহার করেছে।
বড় সিদ্ধান্ত আদানি গ্রুপের (Adani Group):
জানিয়ে রাখি, গৌতম আদানি বলেছিলেন যে, তিনি এই প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য গ্রুপ (Adani Group) থেকে অর্থের ব্যবস্থা করবেন। এদিকে, সম্প্রতি আদানি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চলমান ঘুষ মামলার সঙ্গেও এই বিষয়টিকে যুক্ত করা হচ্ছে। এই পুরো প্রকল্পের লাগাম আদানি বন্দরের হাতে রয়েছে। যদিও, শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের পর আদানি গ্রুপের সঙ্গে কিছুই ভালো হচ্ছে না। এমতাবস্থায় চলুন জেনে নিই, এক্সচেঞ্জ ফাইলিংয়ে আদানি গ্রুপের তরফে কি ধরণের তথ্য দেওয়া হয়েছে।
কলম্বোর এই প্রকল্পে আমেরিকান সংস্থাটিকে ৫৫৩ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৭০০ কোটি টাকার ফান্ডিং করতে হত। যা নিতে অস্বীকার করেছে আদানি গ্রুপ (Adani Group)। এমতাবস্থায়, সামগ্রিকভাবে বিষয়টি আদানির দিক থেকে আমেরিকার জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এদিকে, এটি আমেরিকার একটি কৌশলগত বিনিয়োগ ছিল। শ্রীলঙ্কার বন্দরে তাদের উপস্থিতির ফলে আমেরিকানরা চিনের ওপর কড়া নজর রাখতে পারত। কিন্তু, এখন আদানি এই বিনিয়োগ অস্বীকার করেছে। যার ফলে আমেরিকার শ্রীলঙ্কায় প্রবেশ করা একটু কঠিন হবে।
আরও পড়ুন: IPL শুরুর আগে বিরাট দুঃসংবাদ! দল থেকে চিরতরে বাদ পড়লেন KKR-এর এই তারকা প্লেয়ার
জানিয়ে রাখি, কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনালটি আদানি পোর্ট, শ্রীলঙ্কার কোম্পানি জন কিলস হোল্ডিংস পিএলসি এবং শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় তৈরি করা হচ্ছে। তবে, আদানির প্রত্যাখ্যানের আরেকটি বড় কারণ রয়েছে। আমেরিকান এজেন্সি ডিএফসি চেয়েছিল আদানি গ্রুপ (Adani Group) ও শ্রীলঙ্কার মধ্যে চুক্তি তাদের মতেই হোক। পরে দুই কোম্পানির চুক্তি পর্যালোচনা করেন শ্রীলঙ্কার অ্যাটর্নি জেনারেল।
আরও পড়ুন: যশস্বীকে না নিয়েই রওনা দিল টিম বাস! জয়সওয়ালের ওপর রেগে আগুন হিটম্যান, সামনে এল কারণ
কত শতাংশ অংশীদারিত্ব রয়েছে: বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পটি প্রায় শেষ এবং এতে আদানি পোর্টের ৫১ শতাংশ শেয়ার রয়েছে। এই প্রকল্পটি ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল। প্রকল্পটির জন্য, আদানি গ্রুপ (Adani Group), শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষ এবং জন কিলস হোল্ডিংসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগের সাথে কলম্বো বন্দরের সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই বন্দরের প্রথম পর্যায়ের কাজ ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখান থেকে বাণিজ্যিক রুট শুরু হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি হবে শ্রীলঙ্কার সবচেয়ে বড় টার্মিনাল। যার দৈর্ঘ্য হবে ১৪০০ মিটার এবং গভীরতা হবে ২০ মিটার। এর ফলে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত সব উদীয়মান অর্থনীতি এই টার্মিনালের সুবিধা নিতে পারবে।