ফের বড়সড় সিদ্ধান্ত আদানি গ্রূপের! এবার এই ২ কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ হবে টাকা

বাংলা হান্ট ডেস্ক: এবার আদানি গ্রূপের (Adani Group) প্রসঙ্গে একটি বড়সড় তথ্য সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) এই গ্রুপ তার দু’টি কোম্পানির শেয়ার বিক্রি করে প্রায় ২১,০০০ কোটি টাকা সংগ্রহ করবে। উল্লেখ্য যে, আদানি গ্রূপকে ঘিরে আমেরিকান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) নেতিবাচক সিদ্ধান্তের পরেই বিপুল ক্ষতির সম্মুখীন হয় ওই গ্রূপ। পাশাপাশি, আদানি গ্রুপ হিন্ডেনবার্গের সমস্ত অভিযোগকে “ভিত্তিহীন” বলেও অভিহিত করেছে।

আদানি গ্রুপ ১২,৫০০ কোটি টাকা সংগ্রহ করবে: এই প্রসঙ্গে আদানি গ্রুপের দু’টি কোম্পানি শেয়ার বাজারকে জানিয়েছে যে, আদানি এন্টারপ্রাইজ লিমিটেড ১২,৫০০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছে। পাশাপাশি, অন্য একটি কোম্পানি আদানি ট্রান্সমিশন অবশিষ্ট ৮,৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।

২৪ মে পর্যন্ত স্থগিত বৈঠক: গ্রূপের পুনর্নবীকরণযোগ্য শক্তির শাখা আদানি গ্রিন এনার্জি লিমিটেডের নির্দেশক মণ্ডলীর অর্থ সংগ্রহের জন্য শনিবার বৈঠক করার কথা ছিল। কিন্তু ওই বৈঠক আপাতত ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের শেয়ার ইস্যু করার মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে। বিষয়টি নিয়ে ওয়াকিবহাল সূত্র জানিয়েছে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীরা এতে বেশ আগ্রহ দেখিয়েছেন।

সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে: উল্লেখ্য যে, সুপ্রিম কোর্ট বলেছে. আদালত আদানি গোষ্ঠীর শেয়ারের দামে হেরফের করার অভিযোগের তদন্ত শেষ করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে (সেবি) আরও তিন মাস সময় দেওয়ার কথা বিবেচনা করবে। এর পাশাপাশি আদালত জানিয়েছে যে, তারা নিয়ন্ত্রক ব্যর্থতার বিষয়ে কিছু বলেনি।

gautam adani

১৫ মে সুপ্রিম কোর্টে শুনানি হবে: এদিকে, আদালত আগামী ১৫ মে শুনানির জন্য বিভিন্ন পিআইএল এবং বাজার নিয়ন্ত্রকের আবেদন তালিকাভুক্ত করেছে। পাশাপাশি, সেবি আদানি গ্রুপের ওপর অভিযোগের তদন্ত শেষ করার জন্য সময় বাড়ানোর অনুরোধও জানিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর