শিল্প আনতে আদানি গোষ্ঠীকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার, সিলিকন ভ্যালিতে হবে ডেটা সেন্টার

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় কি তবে শেষ হতে চলেছে শিল্প সংকট? তৃণমূল সরকারের আমলে বাংলায় শিল্প সঙ্কটকে প্রসঙ্গ বানিয়ে রাজ্যকে কটাক্ষ করে চলে বিরোধী দলগুলি। তবে এবার সেই বদনাম ঘুচিয়ে শিল্পবান্ধব পরিবেশ গড়ার পথে বাংলা। সম্প্রতি শিল্পপতি গৌতম আদানির সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি বঙ্গ বাণিজ্য সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি আর এবার সিলিকন ভ্যালিতে ডেটা সেন্টার গড়ার লক্ষ্যে আদানি গোষ্ঠীকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

এদিন বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “রাজ্য সরকার দ্বারা আদানি গোষ্ঠীকে সল্টলেক সেক্টর ফাইভ অন্তর্গত সিলিকন ভ্যালিতে জমি দেওয়া হতে চলেছে। সেখানে ওরা আদানি এন্টারপ্রাইজ বেঙ্গল সেন্ট্রাল পার্ক তৈরি করবে। এ বিষয়ে আমাদের কাছে পূর্বেই আবেদন করেছিল সংস্থা এবং আজ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা তাদের সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।”

সূত্রের খবর, সিলিকন ভ্যালিতে 51.75 একর জমি দেওয়া হতে চলেছে। স্বভাবতই, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ গড়ে উঠবে বলেই মত বিশেষজ্ঞদের।

এছাড়াও এদিন দুর্গাপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাব তৈরি করা হবে বলে মত প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমরা দুর্গাপুরে সাইকেল হাব তৈরি করতে চলেছি। এক্ষেত্রে মোট চারটি সংস্থাকে 5 একর করে জায়গা প্রদান করা হবে। বিনিয়োগের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মসংস্থান হতে চলেছে।”

adani 1

সূত্রের খবর, মিলাপ, লুনা টায়ার এবং ক্রিপটনের মত সংস্থাগুলিকে জমি দেওয়া হবে। এক্ষেত্রে প্রায় 40 কোটি অর্থের বিনিয়োগ হতে চলেছে বলে খবর।

Sayan Das

সম্পর্কিত খবর