এবার এই দেশে বিদ্যুতের ব্যবসা করবেন আদানি! ৫,৪৩৫ কিমি দূর থেকে মিলল মোটা অঙ্কের প্রোজেক্ট

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি বর্তমানে শুধু দেশেই নয় বরং সারা বিশ্বে দ্রুত ব্যবসা সম্প্রসারণ করছেন। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আদানি গ্রুপ (Adani Group) কেনিয়ায় ব্যবসা সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে। সম্প্রতি আদানি গ্রুপ কেনিয়ায় বিমানবন্দর ব্যবসার জন্য একটি নতুন কোম্পানি গঠন করেছে। তবে, এখন খবর আসছে যে আদানি গ্রুপ কেনিয়াতে বিদ্যুতের ব্যবসাও করবে। তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই আদানি গ্রুপ কেনিয়ায় একটি বড় বিদ্যুৎ প্রোজেক্ট পেয়েছে।

কেনিয়ায় ব্যবসা শুরু করার পথে আদানি গ্রুপ (Adani Group):

রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, আদানি গ্রুপ (Adani Group) কেনিয়ায় পাওয়ার ট্রান্সমিশন লাইন বিছানোর জন্য একটি বড় চুক্তি পেয়েছে। কেনিয়ার প্রেসিডেন্টের এক আর্থিক উপদেষ্টাকে উদ্ধৃত করে রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে যে ভারতের আদানি গ্রুপ এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের একটি ইউনিট কেনিয়ায় পাইপ ট্রান্সমিশন লাইন বিছানোর চুক্তি পেয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কনসেশনের আওতায় এই চুক্তি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

   

প্রোজেক্টের মূল্য ১.৩ বিলিয়ন ডলার: বিষয়টির পরিপ্রেক্ষিতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর প্রধান আর্থিক উপদেষ্টা ডেভিড এনডির মতে, পাওয়ার ট্রান্সমিশন লাইন বিছানোর জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কনসেশনের পরিমাণ হল ১.৩ বিলিয়ন ডলার। তিনি আরও বলেছেন যে সরকার আদানি গ্রুপ (Adani Group) এবং আফ্রিকা৫০-কে KETRACO-র মাধ্যমে নতুন ট্রান্সমিশন লাইন নির্মাণের জন্য পিপিপি ছাড় দিয়েছে।

Adani Group will do electricity business in this country.

কি জানানো হয়েছে: কনসালট্যান্টের মতে, প্রোজেক্ট টিম আদানি এবং আফ্রিকা ৫০ দ্বারা হায়ার করা হচ্ছে। জানিয়ে রাখি যে, আফ্রিকা ৫০ হল আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের একটি ইউনিট। যা পরিকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে। জানা গিয়েছে যে, এই নতুন ট্রান্সমিশন লাইনগুলির জন্য ব্যয় হবে ১.৩ বিলিয়ন ডলার। যা কেনিয়াকে ধার করতে হবে না। যদিও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা আদানি গ্রুপ (Adani Group) এই প্রোজেক্ট সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য দেয়নি।

আরও পড়ুন: “ভুল বোঝাবুঝি হয়েছে দূর”! ভারত-মলদ্বীপ প্রসঙ্গে এবার বড় প্রতিক্রিয়া দ্বীপরাষ্ট্রের এই মন্ত্রীর

এই সংস্থাটি বিমানবন্দরের জন্য তৈরি করা হয়েছিল: উল্লেখ্য যে, আদানি গ্রুপ (Adani Group) কেনিয়ায় ব্যবসা সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা করছে। গ্রুপটি সম্প্রতি কেনিয়ায় বিমানবন্দর পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠন করেছে। যার নাম Airports Infrastructure Private Limited Company। বলা হচ্ছে, কেনিয়ার রাজধানীতে অবস্থিত নাইরোবি বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার কাজ পেতে চলেছে আদানির এই কোম্পানি। তবে, এই পরিকল্পনা স্থানীয় পর্যায়ে বিরোধিতার মুখে পড়েছে।

আরও পড়ুন: টেস্ট খেলতে আসার আগে হুঙ্কার বাংলাদেশের অধিনায়কের! ভারতকে করলেন সতর্ক

আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে: জানিয়ে রাখি যে, সোমবারের লেনদেনে আদানি পাওয়ার লিমিটেড এবং আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ার ৫ শতাংশ বেড়েছে। আদানি গ্রুপের এই দু’টি কোম্পানি মহারাষ্ট্র রাজ্য ডিসকম থেকে ৬,৬০০ মেগাওয়াট হাইব্রিড সৌর ও তাপবিদ্যুতের সরবরাহের জন্য একটি লেটার অফ ইনটেন্ট (LoI) পাওয়ার ঘোষণা করার পরেই এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। আদানি গ্রিন এনার্জি খাভদা থেকে ৫ গিগাওয়াট (৫,০০০ মেগাওয়াট) সৌর শক্তি সরবরাহ করবে এবং আদানি পাওয়ার তার নতুন ১,৬০০ মেগাওয়াট আল্ট্রা-সুপারক্রিটিক্যাল ক্ষমতা থেকে ১,৪৯৬ মেগাওয়াট তাপবিদ্যুৎ সরবরাহ করবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর