NDTV-র অধিগ্রহণ নিয়ে আপাতত ব্যাকফুটে আদানি গ্রুপ! রায় দম্পতির ওপর রয়েছে SEBI-র নিষেধাজ্ঞা

বাংলা হান্ট ডেস্ক: আদানি গ্রুপের (Adani Group) নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড (NDTV)-এর অধিগ্রহণের প্রসঙ্গে এবার নয়া মোড় এসেছে। প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আদানি গ্রুপ সম্প্রতি NDTV-র কাছ থেকে একটি চিঠি পেয়েছে, যেখানে বলা হয়েছে যে আদানি গ্রুপ RRPR হোল্ডিং প্রাইভেট লিমিটেডের ৯৯.৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে পারবে না। এর পিছনে কারণ হিসেবে বলা হয়েছে যে, কোম্পানির মালিক রাধিকা এবং প্রণয় রায়কে চলতি বছরের নভেম্বর পর্যন্ত SEBI যে কোনো ধরণের সিকিউরিটিজ লেনদেনে জড়িত থাকতে নিষেধ করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ৪০০ কোটি টাকার ঋণের বিপরীতে RRPR হোল্ডিং-এর ওয়ারেন্টগুলিকে পরিবর্তন করে সম্প্রচার ব্যবসায় পরোক্ষভাবে ২৯.১৮ শতাংশ অংশীদারিত্ব কেনার দাবি করার পরে, আদানি গ্রুপ মঙ্গলবার NDTV-র ২৬ শতাংশ পর্যন্ত শেয়ার কেনার জন্য একটি খোলা প্রস্তাব জারি করেছিল। জানিয়ে রাখি যে, গত ৩০ জুন পর্যন্ত, NDTV-তে প্রোমোটারদের শেয়ার ছিল ৬১.৪৫ শতাংশ। যার মধ্যে RRPR-এর ২৯.১৮ শতাংশ এবং প্রণয় রায় ও রাধিকা রায়ের পৃথকভাবে প্রায় ৩২ শতাংশ শেয়ার ছিল।

অধিগ্রহণের জন্য SEBI-এর অনুমোদন প্রয়োজন: এমতাবস্থায়, বিষয়টি ক্রমশ জটিল হচ্ছে। প্রকৃতপক্ষে, NDTV-র প্রবর্তক শাখা RRPR লিমিটেডের অংশীদারিত্ব অর্জনের জন্য আদানি গ্রুপের সংস্থা বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (VCPL)-এর বাজার নিয়ন্ত্রক SEBI-র অনুমোদন প্রয়োজন। একটি রেগুলেটরি ফাইলিংয়ে NDTV এই প্রসঙ্গটি জানিয়েছে।

প্রণয় ও রাধিকা রায়কে নিষিদ্ধ করেছিল SEBI: জানা গিয়েছে, এই অধিগ্রহণটি VCPL দ্বারা RRPL-কে দেওয়া সুদ-মুক্ত ঋণের পরিবর্তে করা হবে। এই প্রসঙ্গে একটি রেগুলেটরি ফাইলিংয়ে, NDTV জানিয়েছে, “ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (সেবি) ২০২০-র ২৭ নভেম্বর তারিখে, ফাউন্ডার্স-প্রোমোটার্স প্রণয় এবং রাধিকা রায়কে সিকিউরিটিজ মার্কেটে দু’বছরের জন্য কোনোভাবেই জড়িত থাকতে বাধা দেয় এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিকিউরিটিজের ক্রয়, বিক্রয় বা অন্যান্য লেনদেন নিষিদ্ধ করে।”

ওই নিষেধাজ্ঞা আগামী ২৬ নভেম্বর শেষ হচ্ছে: NDTV জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞা চলতি বছরের ২৬ নভেম্বর শেষ হচ্ছে। পাশাপাশি, কোম্পানি শেয়ার বাজারকে জানিয়েছে, “মুলতুবি থাকা আপিলের কার্যক্রম সফলভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত, প্রস্তাবিত অধিগ্রহণকারীর জন্য প্রোমোটার গ্রুপের ৯৯.৫ শতাংশ অধিগ্রহণের ক্ষেত্রে SEBI-র অনুমোদন প্রয়োজন।”

1661287107 new project 43

আদানি গ্রুপ ২৯.১৮ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা করেছিল: এই প্রসঙ্গে গত মঙ্গলবার আদানি গ্রুপ জানায় যে, তারা NDTV-র ২৯.১৮ শতাংশ শেয়ার কিনেছে এবং অতিরিক্ত ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য একটি ওপেন অফার শুরু করবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর