বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দেশের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার দেশের সবথেকে বড় রাজ্য অর্থাৎ মহারাষ্ট্রে সস্তায় বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে আদানি গ্রুপের (Adani Group) তরফে। উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ ২৫ বছর ধরে এই পরিষেবা প্রদান করা হবে বলেও জানা গিয়েছে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই আদানি গ্রুপ দীর্ঘমেয়াদে মহারাষ্ট্রে ৬,৬০০ মেগাওয়াট Renewable Energy And Thermal Power সরবরাহ করার বিড জিতেছে। কোম্পানি এটির জন্য প্রতি ইউনিটে ৪.০৮ টাকা বিড করেছে এবং JSW এনার্জি এবং টরেন্ট পাওয়ারকে পেছনে ফেলে দিয়েছে।
আদানির (Adani Group) দৌলতে ২৫ বছর ধরে সস্তায় মিলবে বিদ্যুৎ:
২৫ বছরের জন্য মিলেছে টেন্ডার: বিষয়টি সম্পর্কে জ্ঞাত দু’টি সূত্র জানিয়েছে যে, ২৫ বছরের জন্য Renewable Energy And Thermal Power উভয়ের সরবরাহের জন্য আদানি গ্রুপের (Adani Group) বিড মহারাষ্ট্র বর্তমানে যে হারে বিদ্যুৎ ক্রয় করছে তার চেয়ে ইউনিট প্রতি এক টাকা কম। এটি রাজ্যকে তার ভবিষ্যতের বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে। লেটার অফ ইনটেন্ট (LOI) ইস্যু করার তারিখ থেকে ৪৮ মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে হবে। টেন্ডারের শর্ত অনুযায়ী, আদানি পাওয়ার সমগ্র সরবরাহ সময়ের মধ্যে প্রতি ইউনিট ২.৭০ টাকা হারে সৌর বিদ্যুৎ সরবরাহ করবে। এদিকে, কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতের মূল্য কয়লার মূল্যের ভিত্তিতে নির্ধারিত (সূচিবদ্ধ) হবে।
রাজ্য সরকার জারি করেছিল টেন্ডার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি (MSEDCL) গত মার্চ মাসে সূর্যালোক থেকে উৎপাদিত ৫,০০০ মেগাওয়াট এবং কয়লা থেকে উৎপাদিত ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সংগ্রহের জন্য একটি নির্দিষ্ট টেন্ডার তৈরি করেছিল। এটি লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধির প্রয়োগের ঠিক আগে জারি করা হয় এবং ওই রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণার আগে আদানি গ্রুপকে (Adani Group) দেওয়া হয়েছে। এই টেন্ডারে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা মেটাতে সৌর শক্তি এবং তাপ শক্তি উভয়ের সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: মুকেশ আম্বানির এই কোম্পানি বিনিয়োগকারীদের করল মালামাল! মাত্র ২১ টাকায় মিলছে শেয়ার
অন্যান্য কোম্পানির তুলনায় সস্তায় মিলবে বিদ্যুৎ: সূত্রের খবর অনুযায়ী, আদানি পাওয়ার টেন্ডার জিততে প্রতি ইউনিট ৪.০৮ টাকা দর দিয়েছে। দ্বিতীয় সর্বনিম্ন দর ছিল JSW Energy-র। যেখানে প্রতি ইউনিটে দাম ছিল ৪.৩৬ টাকা। যেটি গত বছর মহারাষ্ট্রে প্রতি ইউনিট ৪.৭০ টাকা করে কেনা বিদ্যুতের গড় দামের চেয়ে কম। মহারাষ্ট্র ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (MERC) ২০২৪-২৫ এর জন্য বিদ্যুত ক্রয়ের গড় মূল্য ৪.৯৭ টাকা প্রতি ইউনিট নির্ধারণ করেছে। এইভাবে, আদানি যে দর নির্ধারণ করেছে তা এর চেয়ে ইউনিট প্রতি প্রায় ১ টাকা কম। উল্লেখ্য যে, ২৫ বছরের জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য মোট ৪ টি কোম্পানি এই টেন্ডারে অংশ নেয়।
আরও পড়ুন: বাংলাদেশের বাজারদর নিয়ন্ত্রণে বড় ভূমিকা ভারতের! ডিমের পর রপ্তানি হচ্ছে ১২ হাজার টন আলু
দেশের বৃহত্তম বিদ্যুৎ কোম্পানি: জানিয়ে রাখি যে, বেসরকারি সেক্টরের দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদনকারী আদানি পাওয়ারের উৎপাদন ক্ষমতা ১৭ গিগাওয়াটের বেশি। যা ২০৩০ সালের মধ্যে ৩১ গিগাওয়াটে বৃদ্ধি পাবে। এর সাবসিডিয়ারি, আদানি গ্রিন এনার্জি লিমিটেড হল দেশের বৃহত্তম রিনুয়েবল এনার্জি কোম্পানি। যার উৎপাদন ক্ষমতা ১১ গিগাওয়াট। ২০৩০ সালের মধ্যে এটির উৎপাদন ক্ষমতা ৫০ গিগাওয়াটে বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।