বড় খবর! বিশ্বের শীর্ষ ১০ ধনীদের তালিকা থেকে ছিটকে গেলেন আদানি, আম্বানি রয়েছেন এই স্থানে

বাংলা হান্ট ডেস্ক: সময়টা আদৌ ভালো যাচ্ছে না ভারতের শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির (Gautam Adani)। গত বছর তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় ছিলেন একদম প্রথমসারিতে। কিন্তু, মাত্র কয়েকদিনের ব্যবধানেই এবার বিশ্বের শীর্ষ ১০ ধনীদের তালিকা থেকে ছিটকে গেলেন আদানি। পাশাপাশি, ভারতের অন্য আরেক ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)-ও শীর্ষ ১০ ধনীদের তালিকার বাইরে চলে গিয়েছেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ২৪ জানুয়ারি আদানি গ্রুপ সম্পর্কে আমেরিকান গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ দ্বারা প্রকাশিত রিপোর্টের পরে, গৌতম আদানির নেতৃত্বাধীন কোম্পানিগুলির শেয়ারে তীব্র পতন পরিলক্ষিত হয়েছে। যার ফলে মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি এই তালিকার প্রথম দশ থেকে ছিটকে গিয়েছেন।

   

বর্তমানে আদানির মোট সম্পদের পরিমান: মূলত, হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর থেকে গৌতম আদানির মোট সম্পদে বড়সড় পতন ঘটেছে। এমতাবস্থায়, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে, আপাতত গৌতম আদানির মোট সম্পদ মাত্র ৮৪.৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। শুধু তাই নয়, বর্তমানে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় একাদশ স্থানে রয়েছেন।।

কমেছে আদানির কোম্পানিগুলির MCap: এই প্রসঙ্গে বিজনেস টুডে অনুযায়ী জানা গিয়েছে, হিন্ডেনবার্গের নেতিবাচক রিপোর্টটি সামনে আসার পর থেকে, আদানি গ্রুপের শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির শেয়ারের পতনের কারণে কোম্পানিগুলির মোট মার্কেট ক্যাপ ৫.৫ লক্ষ কোটি টাকা কমেছে। মাত্র তিন দিনেই এই বিপুল অঙ্কের পতন দেখা গিয়েছে। এদিকে, আদানি টোটাল গ্যাস এবং আদানি গ্রিন এনার্জির শেয়ারে গত চার দিনে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত পতন পরিলক্ষিত হয়েছে। এছাড়াও, আদানি পোর্টস থেকে শুরু করে আদানি উইলমার পর্যন্ত একাধিক শেয়ারের ক্রমশ পতন ঘটছে।

কি বলা হয়েছে হিন্ডেনবার্গ রিপোর্টে: মার্কিন ফরেনসিক আর্থিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ সম্প্রতি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে আদানি গ্রুপের সমস্ত কোম্পানির ঋণ নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি, রিপোর্টে দাবি করা হয়েছে যে আদানি গ্রুপের ৭ টি বড় তালিকাভুক্ত কোম্পানির ৮৫ শতাংশেরও বেশি ওভারভ্যালুজ হয়ে রয়েছে। শুধু তাই নয়, হিন্ডেনবার্গ রিসার্চের সর্বশেষ রিপোর্টে আদানি গ্রুপকে ৮৮ টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। যদিও আদানি গ্রুপ ওই রিপোর্টকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

এই বছর সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন আদানি: উল্লেখ্য যে, শ্রেষ্ঠ ধনীদের তালিকায় গৌতম আদানি গত বছর সর্বাধিক সম্পদ বৃদ্ধির জন্য শিরোনামে উঠে এসেছিলেন। যদিও, চলতি বছরের প্রথম মাসেই সবচেয়ে বেশি সম্পত্তি হারানোর নিরিখে শীর্ষে উঠে এসেছে আদানি গ্রুপের চেয়ারম্যানের নাম। এক মাসের মধ্যে, তিনি ৩৬.১ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন।

gautam adani mukesh ambani

মুকেশ আম্বানি রয়েছেন দ্বাদশ স্থানে: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এখন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় দ্বাদশ স্থানে পৌঁছেছেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমান হল ৮২.২ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, গৌতম আদানি এবং মুকেশ আম্বানির সম্পত্তির মধ্যে এখন মাত্র ২.২ বিলিয়ন ডলারের ব্যবধান রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর