মাস্ক-বেজোস-গেটস একসঙ্গে যতটা আয় করেছেন তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে আদানির! অঙ্ক মাথা ঘুরিয়ে দেবে

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় সবচেয়ে বেশি সম্পদ হারানোর নিরিখে প্রথম স্থানে রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান তথা ভারতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। গত ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) রিপোর্ট প্রকাশিত হওয়ার আগে, আদানি বিশ্বের ধনীদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। কিন্তু ওই নেতিবাচক রিপোর্টের জেরে তিনি বর্তমানে ওই তালিকায় ২১ নম্বর স্থানে রয়েছেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আদানি গ্রুপের শেয়ার এক মাসেরও বেশি সময় ধরে ক্রমাগত পতনের সম্মুখীন হয়। আর সেই কারণেই একটা সময়ে আদানি শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় ৩৫ নম্বরে নেমে এসেছিলেন। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছরে তাঁর মোট সম্পদ ৬০.৭ বিলিয়ন ডলার কমেছে। এমতাবস্থায়, আপাতত তাঁর সম্পদের পরিমান হল ৫৯.৮ বিলিয়ন ডলার।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আদানি এই বছর যে পরিমান সম্পদ হারিয়েছেন তা চলতি বছরে ইলন মাস্ক, জেফ বেজোস এবং বিল গেটসের মত ধনকুবেরদের মোট আয়ের চেয়েও বেশি। তবে, সবচেয়ে বেশি সম্পদ উপার্জনের দিক থেকে মাস্ক রয়েছেন প্রথম স্থানে। এই বছর তাঁর মোট সম্পদ ৩৮.৭ বিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে তিনি ১৭৬ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

এদিকে, ২০২৩ সালে জেফ বেজোসের মোট সম্পদ ১৪.৫ বিলিয়ন ডলার বেড়েছে। এমতাবস্থায়, তিনি ১২১ বিলিয়ন ডলারের সম্পদ সহ বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। অপরদিকে, বিল গেটস এই বছর ৭.০৩ বিলিয়ন ডলার আয় করেছেন এবং তিনি ১১৬ বিলিয়ন ডলারের অধিকারী হয়ে বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। এমন পরিস্থিতিতে, মাস্ক, বেজোস এবং গেটস এই বছর মোট ৬০.৩ বিলিয়ন ডলার আয় করেছেন। যেখানে আদানি একাই ৬০.৭ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১৮৯ বিলিয়ন ডলারের মোট সম্পদের ওপর ভর করে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট।

Mukesh Ambani 1

আম্বানির মোট সম্পদের পরিমান: উল্লেখ্য যে, মেটার (ফেসবুক) সিইও মার্ক জুকেরবার্গ এই বছর সবচেয়ে বেশি আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০২৩ সালে তাঁর মোট সম্পদ ৩০.২ বিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে তিনি ৭৫.৮ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে বিশ্বের ধনীদের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন। আর তার ঠিক সামনেই (১২ নম্বর স্থানে) রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তবে, চলতি বছরে আম্বানির মোট সম্পদ ১১.৩ বিলিয়ন ডলার কমেছে। আপাতত তাঁর মোট সম্পদের পরিমান হল ৭৫.৮ বিলিয়ন ডলার।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর