শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় একলাফে অনেকটাই এগিয়ে গেলেন আদানি! আম্বানি রয়েছেন এই স্থানে

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় এবার বড়সড় পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই এই তালিকায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পেছনে ফেলেছেন মেটার সিইও মার্ক জুকেরবার্গ। উল্লেখ্য যে, মার্ক জুকেরবার্গ ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারের তালিকায় ১২ তম স্থানে রয়েছেন। অপরদিকে, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে তিনি দশম স্থানে পৌঁছেছেন।

প্রথম ২০-তে প্রবেশ গৌতম আদানির: অন্যদিকে, ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি (Gautam Adani) এবার এই তালিকায় অনেকটাই এগোলেন। তিনি বর্তমানে ধনকুবেরদের তালিকায় প্রথম ২০-তে প্রবেশ করেছেন। এই প্রসঙ্গে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে জানা গিয়েছে, আপাতত গৌতম আদানি ওই তালিকায় ১৮ নম্বর স্থানে পৌঁছেছেন।

পাশাপাশি, আদানি গ্রুপের মালিকের বর্তমান মোট সম্পদের পরিমাণ হল ৬২.৯ বিলিয়ন ডলার। তবে, গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পদের পরিমাণ ৪৩৮ মিলিয়ন ডলার কমেছে। এদিকে, গৌতম আদানি এখনও ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার ইনডেক্সে ২৪ নম্বর স্থানে রয়েছেন।

কিভাবে বেড়েছে গৌতম আদানির সম্পদ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বেশ কিছুদিন ধরেই আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারের দাম ক্রমশ বেড়েছে। পাশাপাশি, আদানি উইলমার, পাওয়ার এবং ট্রান্সমিশনের মতো শেয়ারগুলিতে দুর্দান্তভাবে বৃদ্ধি ঘটেছে। এমন পরিস্থিতিতে আদানি গ্রুপের মার্কেট ক্যাপও বেড়েছে। যার ফলে বৃদ্ধি পেয়েছে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ।

বড়সড় ক্ষতির সম্মুখীন হন আদানি: উল্লেখ্য যে, চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে পরেই আদানি গ্রুপের সমস্ত কোম্পানির শেয়ারে এবং মার্কেট ক্যাপে বড়সড় পতন পরিলক্ষিত হয়। এমনকি, গৌতম আদানির মোট সম্পদের পরিমাণও অনেকটাই কমে যায়। শুধু তাই নয়, একটা সময়ে আদানি শ্রেষ্ঠ ধনীদের তালিকায় তৃতীয় স্থান থেকে সরাসরি ৩৬ নম্বর স্থানে নেমে আসেন। যদিও, বর্তমানে সেই ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে আদানি গ্রূপ।

ambani adani

মুকেশ আম্বানির মোট সম্পদ: এদিকে, ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকা অনুসারে জানা গিয়েছে যে, ওই তালিকায় মুকেশ আম্বানি ১৩ নম্বর স্থানে রয়েছেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৯৩.১ বিলিয়ন ডলার। এদিকে, ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্স অনুযায়ী, আম্বানি ৮৬.১ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে ১৩ তম স্থানেই রয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর