বাংলাহান্ট ডেস্কঃ শনিবার সকালে জিম করতে গিয়ে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। হার্ট অ্যাটাক হওয়ায় তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে সৌরভ গাঙ্গুলির।
একদিকে যখন গোটা দেশবাসী বাংলার দাদার শারীরিক সুস্থতা কামনা করেছেন, তখন অন্যদিকে আদনী উইলমার (Adani Wilmar Limited) পড়েছে মহাবিপাকে। ফরচুন রাইস ব্রান কুকিং অয়েলের সমস্ত বিজ্ঞাপনই এখন তারা বন্ধ করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আদনী উইলমারকে নিয়ে শুরু হয়েছে নানারকম ব্যঙ্গ বিদ্রূপ।
২০২০ সালের জানুয়ারি মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে ৪৮ বছরের সৌরভ গাঙ্গুলিকে আদনী উইলমার তাদের ফরচুন রাইস ব্র্যান অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছিল। এই বিজ্ঞাপনের প্রধান ট্যাগ লাইন ছিল, এই তেল হৃদপিণ্ডকে স্বাস্থ্যকর রাখবে। বাংলার দাদাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে তৈরি করা এই তেলের বিজ্ঞাপন বিভিন্ন মাধ্যমে রমরমিয়ে চলেছিল। সেই সঙ্গে তেলের ব্যবসাও চলেছিল রমরমিয়ে। কিন্তু বর্তমানে এই হৃদপিণ্ড সুস্থ রাখার তেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অর্থাৎ সৌরভ গাঙ্গুলিই হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্যোশাল মিডিয়ায় আদনী উইলমারকে নিয়ে শুরু হয়েছে ব্যঙ্গ বিদ্রূপ।
এই পরিস্থিতিতে তড়িঘড়ি এই বিজ্ঞাপন স্থগিত করে দিল আদানী উইলমার। সেই সঙ্গে জানাল, গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য শীঘ্রই নতুন রূপে ফিরিয়ে আনা হবে ফরচুনকে। পরিবর্তিত হবে বিজ্ঞাপনের বার্তাও।
Dada @SGanguly99 get well soon. Always promote tested and tried products. Be Self conscious and careful. God bless.#SouravGanguly pic.twitter.com/pB9oUtTh0r
— Kirti Azad (@KirtiAzaad) January 3, 2021
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ শনিবার নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ফরচুন তেলের একটি বিজ্ঞাপন শেয়ার করে লেখেন, ‘দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা। সর্বদা সঠিক এবং পরীক্ষিত পণ্যের প্রচার করুন। সর্বোপরি সচেতন এবং সতর্ক হন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।’