১০০ বিলিয়ন ডলারের ক্লাবে “এন্ট্রি” আদানির! শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় পিছিয়ে গেলেন আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় এবার একটি বড়সড় পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, ওই তালিকায় এক ধাপ পিছিয়ে গিয়েছেন ভারত (India) তথা এশিয়ার (Asia) সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এই প্রসঙ্গে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুসারে জানা গিয়েছে, বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের মোট সম্পদে ৩৭ কোটি ডলারের পতন পরিলক্ষিত হয়েছে। যার ফলে আম্বানির মোট সম্পদের পরিমাণ কমে হয়েছে ১০৮ বিলিয়ন ডলার।

এমতাবস্থায়, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় এক স্থান পিছিয়ে দ্বাদশ স্থানে পৌঁছেছেন। এদিকে, আমরা যদি সামগ্রিক পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে চলতি বছরে আম্বানির মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে ১২ বিলিয়ন ডলার। এদিকে, সাম্প্রতিক তালিকায় মুকেশ আম্বানির চেয়ে এগিয়ে রয়েছেন আমেরিকার মাইকেল ডেল। গত বুধবার ডেলের মোট সম্পদ ৬.৭৬ বিলিয়ন ডলার বেড়েছে এবং বর্তমানে তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ১১ নম্বরে পৌঁছেছেন। এই বছর তাঁর মোট সম্পদ ৩৪.৬ বিলিয়ন ডলার বেড়েছে।

Adani's "entry" in the club of 100 billion dollars! Ambani fell behind.

২০২৪ সালে সর্বোচ্চ আয় করা ব্যক্তি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৪ সালে সর্বোচ্চ আয় করা ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডেল। এদিকে ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকেরবার্গ এই বছর সবচেয়ে বেশি আয় করেছেন (৪৩.১ বিলিয়ন ডলার)। এদিকে, চলতি বছরে সর্বোচ্চ আয় করা ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এনভিডিয়ার প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তাঁর মোট সম্পদ এই বছর ৩৯.৩ বিলিয়ন বেড়েছে।

আরও পড়ুন: গম্ভীর নন, শ্রেয়সই সেরা! আইয়ারের অধিনায়কত্বে IPL-এ ইতিহাস গড়ল KKR

বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি: প্রসঙ্গত উল্লেখ্য যে, ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। যাঁর মোট সম্পদের পরিমাণ হল ২২২ বিলিয়ন ডলার। এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস (২০৮ বিলিয়ন ডলার) এবং তৃতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক (১৮৭ বিলিয়ন ডলার)। এর পাশাপাশি, ১৭১ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মার্ক জুকেরবার্গ। এদিকে, বিল গেটস রয়েছেন পঞ্চম স্থানে (১৫৪ বিলিয়ন ডলার), ষষ্ঠ স্থানে ল্যারি পেজ (১৫৩ বিলিয়ন ডলার), সপ্তম স্থানে রয়েছেন স্টিভ বলমার (১৪৬ বিলিয়ন ডলার), অষ্টম স্থানে সের্গেই ব্রিন (১৪৫ বিলিয়ন ডলার), নবম স্থানে ওয়ারেন বাফেট (১৩৬ বিলিয়ন ডলার) এবং দশম স্থানে রয়েছেন ল্যারি এলিসন (১৩৬ বিলিয়ন ডলার)।

আরও পড়ুন: IMF-এর চালে ফেঁসে গেল পাকিস্তান! উপায় না পেয়ে সমস্ত সরকারি কোম্পানি বিক্রির পথে শরীফ

গৌতম আদানির মোট সম্পদ: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ভারতের আরেক ধনকুবের তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে যোগ দিয়েছেন। বুধবার, তাঁর মোট সম্পদ ১.১৪ বিলিয়ন ডলার বেড়েছে। পাশাপাশি, এই বছরে তাঁর মোট সম্পদ ১৫.৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আদানি রয়েছেন ১৫ নম্বরে। এদিকে, এই বছর সবচেয়ে বেশি সম্পদ হারানোর ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছেন ইলন মাস্ক। বুধবার তাঁর মোট সম্পদ ২.৫৫ বিলিয়ন ডলার কমেছে। তিনি এই বছর এখনও পর্যন্ত ৪১.৮ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর