চাকরির খবরটাইমলাইনপশ্চিমবঙ্গ

বাঙালিদের সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ করবে Adda247, এক অ্যাপেই হবে মুশকিল আসান

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন কে না দেখে। কিন্তু কোন পদ্ধতি অবলম্বন করলে সাফল্য আসবে তা নিয়ে দুঃশ্চিন্তা প্রত্যেক পরীক্ষার্থীর। সত্যি বলতে এই প্রস্তুতি পর্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষায় বসতে চান? ভাবছেন কার ক্লাস ,কোন স্যার আপনাকে সঠিক পথ দেখাবে?

crockex

বর্তমান সময় CGL, SLST, SSC, TET র মতো কঠিন পরীক্ষাগুলি দেয়ার জন্য একাধিক অ্যাপ্লিকেশন এবং প্লাটফর্ম মানুষের হাতের নাগালেই রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে কতগুলি বিশ্বাসযোগ্য কিংবা কতগুলি সঠিক পথ দেখাতে পারবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে যথেষ্ট। এবার সেই অনিশ্চয়তা কাটাতে এবং পরীক্ষার্থীদের সঠিক পদ্ধতির মাধ্যমে পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য বাংলায় প্রথমবার তৈরি হল Adda247 এর শাখা, এবার ঠিকানা মধ্য কলকাতার মৌলালি।

“Adda 247”- চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্র-ছাত্রীদের কাছে এই নামটি অত্যন্ত জনপ্রিয়। তবে যারা নতুন তাদের জানিয়ে রাখা ভালো Adda 247 একটি অনলাইন প্লাটফর্ম যেখানে সরকারি চাকরির পরীক্ষায় বসার আগে ছাত্র-ছাত্রীদেরকে মক টেস্ট, অনলাইন পরীক্ষা, প্রয়োজনীয় notes এর মাধ্যমে তৈরী করা হয়।

অন্যান্য আরো যেসব প্লাটফর্ম গুলি বাজারে উপলব্ধ রয়েছে সেই সমস্তগুলির থেকে এটি যথেষ্ট ব্যতিক্রমী। এখানে প্রত্যেকটি বিষয় মাথাপিছু রয়েছে অভিজ্ঞ শিক্ষক যাদের তত্ত্বাবধানেই প্রত্যেকটি শিক্ষার্থীর ওপর বিশেষভাবে নজর দেওয়া হয়। 

এছাড়াও ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আগে ডাউড ক্লিয়ারিং ক্লাস, অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন দেখিয়ে বিষয়গুলি সম্পর্কে পরিস্কার ধারনা দেয়া হয়। একটি মাত্র অ্যাপ ফোনে ডাউনলোড করে ফোনে রাখলেই কেল্লাফতে। এতেই হবে যাবতীয় পড়াশোনা। পাশাপাশি অনলাইনে ফ্রি লাইভ ক্লাসেস, ক্লাস নোটস পেতে এখনই স্ক্যান করতে পারেন এই কোডটি।

qr festive

জানিয়ে রাখা ভালো, এখনও পর্যন্ত সমগ্র দেশে প্রায় মিলিয়নের উপর ছাত্রছাত্রীকে প্রস্তুত করেছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন। এবার বাংলার ছাত্র ছাত্রীদের হাতে কলমে প্রস্তুত করতে কলকাতার বুকে মৌলালিতে তৈরি হল তাদের সেন্টার।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker