বাংলা হান্ট ডেস্ক : সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গেই সর্বাগ্রে বিরোধিতায় সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। যুক্তি তার পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি এসব খাড়া করে নাগরিকত্ব সংশোধনী আইন কোনও ভাবেই লোকসভায় পাশ হতে না দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু তা সত্ত্বে সমস্ত যুক্তি তর্কের অবসান ঘটিয়ে লোকসভা এবং রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে আইন প্রণয়ন করেছে বিজেপি ।
তবে এ বার পশ্চিমবঙ্গে যে ভাবে উত্তেজনার আঁচ ছড়িয়েছে তাতে রীতিমতো চিন্তিত কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তাই, সকলের উদ্দেশ্যে হিংসার আশ্রয় না নিয়ে কারুর দ্বারা প্রভাবিত না হওয়ার বার্তা দিলেন কংগ্রেস নেতা। এমনকি সংসদে দাঁড়িয়ে চিনের পিছনে না দৌড়ে জনপ্রতিনিধি হিসেবে সকলের পাশে থাকার বার্তা দিলেন অধীর অঞ্জন চৌধুরী।
আসলে যে ভাবে রাজ্যের বিভিন্ন স্টেশনে ট্রেন থামিয়ে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং ট্রেনের বিভিন্ন কামরা জ্বালিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে বলতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন নাগরিকত্ব সংশোধনী আইন কখনওই চার পাঁচটা স্টেশন ভাঙচুর করে আগুন জ্বালিয়ে থামানো যাবে না। পাশাপাশি তিনি আরও বলেন এই কাজ আসলে মানুষের ক্ষতি করছে।
নাগরিকত্ব নিয়ে দেশের মানুষকে চিন্তা করতে মানা করেছেন তিনি বরং যাঁরা দেশের নাগরিক তাদের নাগরিকদের পরিচয় দেওয়ার জন্য আলাদা কোনও সার্টিফিকেট লাগবে না এবং হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যের চির যাতে না ধরে তার জন্য আবেদন করেছেন কংগ্রেস সাংসদ।