“সিবিআই অভদ্র ও নৃশংস “ঃ অধীর চৌধুরী

 

রাজীব মুখার্জী, হাওড়া

আজ বিকাল পাঁচটা নাগাদ ব্যক্তিগত সফরে বেলুড়মঠে এসে চিদাম্বরম সম্বন্ধে মুখ খুললেন কংগ্রেসের পরিষদীয় নেতা অধীর চৌধুরী। চিদাম্বরমের ক্ষেত্রে সিবিআই যা ঘটিয়েছে সেটা ঠিক করেনি বলে তার অভিমত। এর মধ্য দিয়ে প্রতিহিংসার গল্প খুঁজে পাচ্ছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হলো বলে তার দাবি।

 

তার বক্তব্য চিদম্বরমের সঙ্গে যেন তারা দাউদ ইব্রাহিমের সঙ্গে গুলিয়ে ফেলেছে। সিবিআই পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকছে। এটা দেশের কেউ ভালো চোখে দেখে না। দেশের এত বড় প্রতিষ্ঠান সিবিআই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এই ব্যবহার লড়ছে যেন সে দাউদ ইব্রাহিম। না ধরলে পালিয়ে যাবে।এটা অনুচিত বলে তিনি মনে করেন।

IMG 20190823 202441 1

তিনি আরো অভিযোগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতেই ছিলেন। কংগ্রেস পার্টি অফিসেও গেছেন। সিবিআই যদি এটাও না জানে তিনি কোথায় সেটা তাদের ব্যার্থতা বলেই মনে করছেন তিনি। চিদাম্বরমের প্রসঙ্গে আরো বলতে গিয়ে তিনি সুপ্রিম কোর্টের উদাহরণ দিয়ে বলেন। যখন সরকার বিরোধী দলের নেতা বা নেত্রী দের বিরুদ্ধে রাজনৈতিক তদন্তের বিষয় হবে তখন সিবিআই তৎপর অথচ যখনই সরকার পক্ষের কোনো রাজনৈতিক তদন্তের বিষয় তখন সেই তৎপরতা নেই। এটা কাম্য নয়।
অন্যদিকে কচুয়া তে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে বলে মনে করেন তিনি।কচুয়ার ব্যাপারে প্রশাসনকে আরেকটু যত্নবান হওয়া উচিত ছিল বলে মনে করেন অধীর চৌধুরী। তিনি বলেন যেখানে এত লোকের জনসমাগম হচ্ছে সেখানে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয় টায় সরকার ও স্থানীয় প্রশাসন কে আরো দায়িত্বশীল হওয়া উচিত।
সাম্প্রতিক নারদাকাণ্ডে অভিযুক্ত শোভন চ্যাটার্জির বিজেপি তে যোগদান প্রসঙ্গে মতামত জানতে চাইলে তিনি বিষয় টি জানি না বলে এড়িয়ে যান।

সম্পর্কিত খবর