তৃণমূল থেকে শুভেন্দু অধিকারীর দলবদল হওয়া নিয়ে চলছে তীব্র রাজনৈতিক তরজা। এই ইস্যুকে হাতিয়ার করে বহরমপুর থেকে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিলেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
মমতাকে আক্রমণ করে অধীর চৌধুরী বলেন,’বাংলায় তৃণমূলের রাজনৈতিক শক্তি বৃদ্ধির পেছনে শুভেন্দু অধিকারীর ভূমিকা উল্লেখযোগ্য। মুর্শিদাবাদের মানুষের অধিকারী পরিবারের প্রতি আস্থা রয়েছে।রাজনৈতিক পালাবদল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পেছনে সিঙ্গুর-নন্দীগ্রাম একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। আর সেখানে নন্দীগ্রামে সবথেকে বড় ভূমিকা পালন করেছিলেন শুভেন্দু অধিকারী তথা অধিকারী পরিবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে তখন দেখা যায়নি।’
অধীর রঞ্জন মমতাকে আক্রমন করে আরও বলেন,’ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রমোট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ে শুভেন্দু অধিকারী কে ছেটে ফেলতে চাইছেন।আমাকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদের নিয়োগ করেছিলেন। মুর্শিদাবাদ জেলায় এসে সাম্প্রদায়িক রাজনীতি করে তারা কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছেন।এখন সবাই হারে হারে টের পাচ্ছেন যে দিদি আসলে কি!’
এছাড়াও অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘বিদ্রোহ তো হবেই। সেই বিদ্রোহের শিকর বাকর বহুদূর যাবে। আগামী দিনেরদিদির তৃণমূল পার্টি থাকবে না এই বাংলায়।’