‘মুসলিম না, ফিরহাদ শুধুমাত্র মুসলমানের অভিনয় করেন’, মেয়রকে নিয়ে বিস্ফোরক অধীর

   

বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা ভোট। আর চড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। প্রসঙ্গত, ধর্মের নামে ভোট চাইছেন ফিরহাদ। ইতিমধ্যেই এই অভিযোগ তুলে ফিরহাদ বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ ঠুকেছে বিজেপি। আর এবার এই নিয়ে বিস্ফোরক বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর।

অধীর চৌধুরীকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ওখানকার যিনি মেয়র (Mayor) তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন। তার পর ভারতীয় মনে করেন, আর সব শেষের নিজেকে ভোটার মনে করেন। ওর কথা আর কী বলব!’ এরপরই বিস্ফোরক অভিযোগ এনে অধীরবাবু বলেন, ‘কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুঠ হয়েছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, লুঠ হয়েছে লুঠ হয়েছে লুঠ হয়েছে’। মেয়রের ধর্মের নাম করেও তাকে তোপ দাগেন অধীর বলেন, ‘তিনি কত বড় মুসলমান তা মুসলমান সমাজের সকলেই জানেন।’

এখানেই শেষ নয়, অধীর আরও বলেন, ‘মেয়র মুসলমানের অভিনয় করেন। ভোটের বাজারে দিদির দালালি করে বেড়ান। উনি যে মুসলমান সমাজের জন্য কিছু করেননি সেটা মুসলমান সমাজ ভাল করে জানে। তা যদি করতেন তা হলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি প্রমোটারদের হাতে চলে যেত না। এভাবে লুঠ হত না এত্ত সম্পত্তি।’

adhir ranjan chowdhury says if tmc wins in baharampur he will quit politics

আরও পড়ুন: গরমের ছুটি শেষ! এদিন থেকে খুলছে রাজ্যের স্কুল, ভোটের মধ্যেই ঘোষণা শিক্ষা দফতরের

ষষ্ঠ দফার লোকসভা ভোটগ্রহণ শেষ হয়েছে, সপ্তম দফায় বাংলার মোট ৯টি আসনে ভোট রয়েছে। তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। আর রাজ্যে শাসকদলের অন্যতম সংখ্যালঘু মুখ হলেন ফিরহাদ। এই আবহে ভোটের ঠিক আগে ববিকে নিয়ে অধীরের দাবি বোমা ফাটানোর থেকে কোনো অংশে কম নয় বলেই মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর