মমতা ব্যানার্জির পায়ের এক্সরে রিপোর্ট বাংলার মানুষকে দেখানো উচিতঃ অধীর রঞ্জন চৌধুরী

বাংলাহান্ট ডেস্কঃ নন্দীগ্রামে গিয়ে পায়ে আঘাত লাগার পর হুইলচেয়ারে করেই প্রচার কার্য সারছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এবার তাঁর আঘাত লাগার বিষয়ে সরাসরি কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। একাধিকবার বিজেপি নেতারা এই বিষয়ে নানারকম প্রশ্ন তোলার পর এবার মুখ্যমন্ত্রীর পায়ের এক্সরে রিপোর্ট বাংলার মানুষকে দেখানোর দাবি করলেন অধীর চৌধুরী।

গত ১০ ই মার্চ নন্দীগ্রামের প্রার্থী হিসাবে হলদিয়া গিয়ে মনোনয়ন জমা দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। তারপর সেখান থেকে বেরিয়ে নন্দীগ্রামের মন্দিরে পুজো গিয়ে গাড়িতে করে প্রচার করার সময় তাঁর পায়ে আঘাত লাগে। এই ঘটনায় তাঁর উপর হামলার চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।

pic 14

পায়ে আঘাত লাগার পরই সাময়িক চিকিৎসা করে তড়িঘড়ি কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। তারপর সেখানেই হাসপাতালের বেডে শুয়েই তিনি জানান, গাড়িতে দাঁড়িয়ে প্রচার কার্য করার সময় তাঁর পায়ে গাড়ির দরজার ধাক্কা লাগায় তাঁর এই আঘাত।

এই ঘটনার পর বিজেপি নেতারা নানাভাবে বহুবার মুখ্যমন্ত্রীর পায়ের চোট নিয়ে প্রশ্ন তুললেও, এবার সরাসরি মুখ্যমন্ত্রীর পায়ের এক্সরে রিপোর্ট বাংলার মানুষকে দেখানোর দাবি করলেন অধীর চৌধুরী। তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছে। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই তিনি বললেন পায়ে ধাক্কা লেগেছে। মাত্র একদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছিল। সমস্তটাই মমতার সাজানো নাটক। নির্বাচনের আগে হুইলচেয়ারে করে মানুষের কাছে গিয়ে, তাদের সহানুভূতি আদায় করছেন মুখ্যমন্ত্রী’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর