জেল থেকে বের করে খুন করিয়ে জেলে ঢোকানোর প্ল্যান! যা বললেন অধীর, শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারুইপুরের ঘটনায় সরব হয়েছিলেন পুলিশ সুপারের বিরুদ্ধে। আর এবার আরও এক পুলিশ অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর অভিযোগ মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রের সাংসদ থাকালীন তাঁকে নাকি প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল।

ভয়ানক অভিযোগ অধীর চৌধুরীর (Adhir Chowdhury)

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার অধীরবাবু (Adhir Chowdhury) অভিযোগ করেছেন তাঁকে খুন করার জন্য নাকি এক পুলিশ সুপার জেলে থাকা আসামিকে সুপারি দিয়েছিল। প্রবীণ কংগ্রেস নেতার কথায়, ‘আমাকে মারার জন্য এই জেলার এক পুলিশ সুপার জেলে থাকা আসামিকে সুপারি দিয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদের নামে জেলে ডেকে বিভিন্ন রকমভাবে প্রেসার দেওয়া হতো।’

অধীর এদিন জানিয়েছেন যাকে সুপারি দেওয়া হয়েছিল, সে নাকি বর্তমানে তৃণমূলে রয়েছে। এরপরেই বিস্ফোরক অভিযোগ এনে তিনি (Adhir Chowdhury) বলেছেন,’জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হবে, এমনই বন্দোবস্ত করা হয়েছিল।’ প্রকাশ্যে ওই পুলিশ অফিসারের নাম না নিলেও কংগ্রেস নেতার স্পষ্ট দাবি, তিনি কোনও ফাঁকা আওয়াজ করছেন না। এমনকি ‘এটা বাস্তব ঘটনা’ বলেও  মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন: ‘অধিনায়ক’ অভিষেকের পোস্টারের পাল্টা! রাতারাতি মমতার ‘সর্বাধিনায়িকা’ পোস্টার ঘিরে তুঙ্গে তরজা

অভিযোগ সামনে আসতেই প্রতিক্রিয়া দিয়ে বাম নেতা সুজন চক্রবর্তী ‘ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, জেল থেকে বের করে খুন করিয়ে আবার জেলে ঢুকিয়ে তাকে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা হয়ে থাকে, তাহলে তা ভয়ঙ্কর। তিনি দাবি করেছেন, অবিলম্বে এই অভিযোগ খতিয়ে দেখে  ব্যবস্থা নিক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Adhir Chowdhury

অন্যদিকে অধীর চৌধুরীর এই অভিযোগে হেলায় ভাসিয়ে দিচ্ছে তৃণমূল। কংগ্রেস নেতার অভিযোগ শুনে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বললেন, ‘উনি হেরে গিয়েছেন, ওঁকে কে মারবে!’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর