‘উনি আমাদের ভাগ্য বিধাতা নন” প্রশান্ত কিশোরকে কটাক্ষ অধীর চৌধুরীর

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিনের ঘটনাক্রমের পর এটা মোটামুটি পরিষ্কার যে বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনের পরিকল্পনায় এখন মত্ত প্রশান্ত কিশোর। তৃতীয় ফ্রন্টে তেমনভাবে বিশ্বাস না রাখলেও বিরোধী ঐক্যকে এক ছাতার তলায় আনতে রীতিমতো বদ্ধপরিকর তিনি। মোটের উপর তা বোঝা গিয়েছিল শারদ পাওয়ারের সঙ্গে পিকের বৈঠকেই। সোমবারের বৈঠকের পর ফের একবার বিজেপি বিরোধী পনেরোটি দলকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন শরদ। তবে রণনীতি গঠনের আগেই ফের একবার বেঁকে বসল কংগ্রেস। এবার সরাসরি প্রশান্ত কিশোরকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

জানা গিয়েছিল এই বৈঠকে ডাক পেয়েছেন, আরজেডি নেতা মনোজ ঝা, আম আদমি পার্টির সঞ্জয় সিং,ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা সহ আরও অনেকেই। এমনকি আহ্বান জানানো হয়েছিল, কংগ্রেস নেতা কপিল সিব্বলকেও। যদিও আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন তিনি। অনেকেই মনে করছেন মোদী বিরোধী ঐক্যে কংগ্রেসের না থাকা বড় প্রভাব ফেলতে চলেছে আগামী দিনে স্ট্র্যাটেজিতে। তৃতীয় ফ্রন্টে বিশ্বাসী না হওয়ায় বড় দল হিসেবে কংগ্রেসকে প্রয়োজন এই ছাতার তলায়। কিন্তু তারা না থাকায় অসুবিধা মুখে পড়তে হতে পারে মোদী বিরোধী ঐক্যকে।

আজ এই বিষয়ে বলতে গিয়ে অধীর চৌধুরী জানান, “এটা প্রশান্ত কিশোরের বৈঠক। আমাদের পার্টির বৈঠক না। প্রশান্ত কিশোর কাকে ডাকছে, কাকে ডাকছে না, এটা তাঁর ব্যাপার। এখানে আমাদের কিছু বলারই নেই।  প্রশান্ত কিশোর তো আমাদের ভাগ্য বিধাতা নয়, যে প্রশান্ত কিশোরকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে।”

যার জেরেই ফের একবার নতুন করে জল্পনা শুরু হয়েছে পিকে রণনীতিকে কেন্দ্র করে। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশান্ত চাইছিলেন সোনিয়া গান্ধীর বদলে ইউপিএ চেয়ারম্যান হন শরদ পাওয়ার। এর জেরে প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জীর মুখ প্রোজেক্ট করতে অনেক বেশি সুবিধা হবে। কিন্তু রণনীতি গঠনের আগেই বেঁকে বসল কংগ্রেস। আর তাই আগামী দিনে এই পরিকল্পনা অন্তত বেশ কিছুটা ধাক্কা খেলো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

IMG 20210622 140602

ইতিমধ্যেই মিশন ২০২৪ কে পাখির চোখ করেছেন মমতা। আর তাই মুখে ভোট কুশলীর কাজ ছাড়লেও প্রশান্ত কিশোর এখন সকলকে একসঙ্গে জোট বদ্ধ করতে বদ্ধপরিকর। যার ফলে যে যে মোদী বিরোধী পার্টির সঙ্গে তিনি আগে কাজ করেছেন তারা সকলেই ডাক পেয়েছেন এই বৈঠকে। এখন দেখার বিষয় হল কংগ্রেসের না থাকা কতটা প্রভাব ফেলে আগামীদিনের রণকৌশলে। যদিও বিষয়টিকে ততবেশি পাত্তা দিতে নারাজ বাকি দলগুলি।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর