আজ থেকে ৭ তারিখ পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজবে রাজ্য, কালবৈশাখী কোথায় কোথায়? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: বৈশাখের মাঝপথ পেরিয়ে গিয়ে এতদিনে এসে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Office)। গতকাল রাতে সুন্দরবনে ঝড়-বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার থেকেও বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। কমবে তাপমাত্রা, উধাও হবে তাপপ্রবাহ। তার আগে অবশ্য একই রকম তাপমাত্রা বজায় থাকবে। বিশেষ হেরফের হবে না। আজ বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট।

এপ্রিলের মাঝ থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal) ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা। দিন দিন যা ক্রমশ উর্দ্ধমুখী। কোথাও ৪২, কোথাও ৪৫ ডিগ্রির গরমে গায়ে ফোস্কা পড়ার জোগাড়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা।

বৃহস্পতিবারের পর শুক্রবারও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই থাকছে তাপপ্রবাহে কমলা সতর্কতা। শনিবার তাপপ্রবাহের তীব্রতা কমবে। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গাায় হাল্কা বৃষ্টি হতে পারে। এরপর রবিবার বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে।

সোমবার কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ৮ মে পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই সময় কালবৈশাখী ঝড়ও হতে পারে কোথাও কোথাও। শনিবার থেকেই তাপপ্রবাহের তীব্রতা কমবে। চলতি সপ্তাহেই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় বন্ধ তাপপ্রবাহ।

weather heat 7

আরও পড়ুন: লোকসভা ভোটের আবহেই প্রধানমন্ত্রীর গ্রেফতারের দাবিতে তোলপাড় দেশ! কি এমন করলেন মোদী?

উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি চলছে। আগামী ৭ মে পর্যন্ত উত্তরবঙ্গের – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবারের পর থেকে বৃষ্টির পাশাপাশি ৫০ কিমি বেগে ঝড় হতে পারে। ৫, ৬ এবং ৭ মে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর