বাংলা হান্ট ডেস্ক: লোকসভায় দাঁড়িয়ে BJP-কে নিশানা অধীররঞ্জন চৌধুরির। পশ্চিমবঙ্গের তিন উপনির্বাচনে BJP-র পরাজয়ের জন্য তাদের সন্ত্রাসের দিকেই আঙুল তুলেছেন লোকসভার কংগ্রেস নেতা। তাঁর দাবি, নাগরিকপঞ্জি ইশুতে গোটা দেশের মতো বাংলার মানুষের মনেও ভয়ের রাজত্ব কায়েম করেছে BJP। এটা তারই ফল।
উল্লেখ্য, উপনির্বাচনে উঠেছে সবুজ ঝড়, এর প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী সর্বপ্রথম এই যে সমস্ত কৃতিত্ব জনতাকে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘মানুষের আশীর্বাদেই এই সবুজ ঝড়৷ মানুষের প্রতি ভরসা, বিশ্বাস আছে৷’’ পাশাপাশি বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অহংকারের ফল পাচ্ছে বিজেপি৷ বিভেদের খেলা খেলেছিল ওরা৷ সন্ত্রাস চালিয়েছে৷ কিন্তু অহংকার বাংলায় চলে না৷ সেই ঔদ্ধত্যের ফলই পেয়েছে বিজেপি৷’’
শুধু তাই নয় মুখ্যমন্ত্রী বিজেপির ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি কে কটাক্ষ করে বলেছেন, ‘‘সব ধর্মের মানুষ তৃণমূলকে সমর্থন করেন৷ এই প্রথম কালিয়াগঞ্জ, খড়গপুরে জয় পাচ্ছে তৃণমূল৷ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কী করতে হবে৷’’
২০২১ এর আগে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনকে একরকম সেমিফাইনাল হিসেবে দেখেছে রাজনৈতিক দলগুলি। করিমপুর, খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে মোট ১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে। রয়েছেন জয়প্রকাশ মজুমদারের মতো হেভিওয়েট প্রার্থীও।
কালিয়াগঞ্জে ২২৯৭ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। ৯ নম্বর রাউন্ড শেষে খড়গপুরে ১৩১৪২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। চতুর্থ রাউন্ড শেষে প্রায় ২৮ হাজার ভোটে এগিয়ে গেলেন করিমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আগামী দিনে এই উপনির্বাচনের ফলাফল বাংলার রাজনীতি কি প্রভাব ফেলে তা ক্রমশ প্রকাশ্য।