মমতা ব্যানার্জীর কাজে সন্তুষ্ট নন অধীর চৌধুরী, করলেন কড়া আক্রমন

বাংলাহান্ট ডেস্কঃ আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একহাত নিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। চীন থেকে আগত মারণ ভাইরাস COVIED-19 যেন সারা দেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। যার জেরে সারা দেশে চলছে সরকার ঘোষিত লকডাউন (lockdown)। লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে বাংলার শ্রমিকরা। এই ইস্যু নিয়ে প্রথম দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন বহরমপুরে। ভিনরাজ্যের শ্রমিকদের অবস্থা নিয়ে এবার অধীর চৌধুরী বাংলার খোলাখুলিই বলে দিলেন রাজ্য সরকারের ভূমিকা সন্তোষজনক নয়।

corona virus 6

প্রথম লকডাউন ঘোষণার পর থেকে আটক শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য, তাঁদের থাকা-খাওয়ার সুষ্ঠু বন্দোবস্ত করার জন্য দিনপাত করে চলেছেন। দিল্লির বাড়িতে বসে তিনি ভিনরাজ্যে আটকে পড়া মানুষজনের সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেশ কিছু ক্ষেত্রে সুরাহা করেছেন সাংসদ অধীর চৌধুরী। এখনও তাঁর সেই চেষ্টা চলছে, রাজ্যের আটকে পড়া শ্রমিকদের পাশে দাঁড়াতে তিনি বাড়িতে রীতিমতে কন্ট্রোলরুম খুলে ফেলেছেন বললেও অত্যুক্তি হয় না। তিনি পরিষায়ী শ্রমিকদের এবং শ্রমিক পরিবারের ফোন পেয়ে এলাকার সাংসদদের সঙ্গে যোগাযোগ করে একটা সুরাহা করতে চাইছেন, সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে অবহিত করার চেষ্টা করছেন।

lockdown 2

অধীর মনে করেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলার সরকারের আরও তৎপর হওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সঠিক ভূমিকা পালন করছে না। রাজ্যের ভূমিকা. আদৌ সন্তুষ্ট নন তিনি। অধীরের কথায়, রাজ্য থেকে কারা বাইরে আটকে আছেন, সেই তথ্য রাজ্য সরকারের হাতে নেই। তাঁর অভিযোগ, মমতার সরকারের সেই তথ্য সংগ্রহের কোনও সদিচ্ছাই নেই। কোনও চেষ্টাই করছে না সরকার। ফলে এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। তিনি চেষ্টা করছেন বাঙালি শ্রমিকদের সাহায্য করতে। সেজন্য দিনরাত এক করে তিনি তথ্য সংগ্রহ করে চলেছেন।

maaaa

অধীর এলাকার কংগ্রেস নেতাদের ফোন করছেন, সাংসদদের ফোন করছেন। চেষ্টা করছেন সংশ্লিষ্ট এলাকার প্রশাসনের সঙ্গে কথা বলে একটা সমন্বয় সাধন করতে। আটক শ্রমিকদের জীবন রক্ষায় বিজেপিকেও অচ্ছ্যুৎ ভাবছেন না তিনি। এই পরিস্থিতিতে এলাকার বিজেপি সাংসদদের ফোন করে সাহায্য চাইছেন অধীর।

সম্পর্কিত খবর