রাজ্যে কংগ্রেসের ভরাডুবি! এবার ঝাড়খন্ডে ফুল মার্কস পেলেন অধীর চৌধুরী…

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার লোকসভা নির্বাচনে একেবারে ভরাডুবি হয়েছিল কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury)। ইউসুফ পাঠানোর কাছে দীর্ঘদিনের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে হয়েছিল তাঁকে (Adhir Chowdhury)। তারপর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে তাঁকে বড় দায়িত্ব দিয়েছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ঝাড়খণ্ডের নির্বাচনী অবজার্ভার হওয়ার পর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর (Adhir Chowdhury) কাঁধে।

ঝাড়খন্ড নির্বাচনে ফুল মার্কস পেলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)

একই সাথে ঝাড়খণ্ডের নির্বাচনে ভোট ম্যানেজমেন্ট-এর দায়িত্ব ছিল তার কাঁধে। পড়শী রাজ্যের প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। প্রসঙ্গত ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরী ছাড়াও পর্যবেক্ষক এর দায়িত্বে ছিলেন লোকসভার সদস্য তারিক আনোয়ার,ভাট্টি বিক্রমার্ক মাল্লুকে সর্বভারতীয় কংগ্রেস কমিটি ঝাড়খণ্ডে নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল।

বাংলার লোকসভা নির্বাচনে দীর্ঘদিনের গড় হাতছাড়া হলেও ঝাড়খণ্ডে ফুল মার্ক্স্  নিয়ে পাস করেছেন অধীর। ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে জে এন এম আর জেডি কংগ্রেস এবং বামেদের জোটের সামনে কুপোকাত হয়েছে ইন্ডিয়া জোট। মোট ৮১ টি আসন বিশিষ্ট ঝাড়খণ্ডে নির্বাচনে ইন্ডিয়া জোট পেয়েছে ৫৬ টি আসন। তার মধ্যে ২৯ টি প্রার্থী দিয়েছিল কংগ্রেস যার মধ্যে ১৬টি তে জয়ী হয়েছেন দলের প্রার্থীরা।

আরও পড়ুন: শীত টাটা! ফের ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

উল্লেখ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে গুরু দায়িত্ব পাওয়ার পর ধানবাদ,বোকারো,পাকুর সহ একাধিক জায়গায় ভোট প্রচারে নেমেছিলেন অধীর চৌধুরী। কংগ্রেস ছাড়াও জোটের অন্যান্য প্রার্থীদের সমর্থন করেও প্রচার করেছিলেন তিনি। যদিও এর জন্য নিজেকে কৃতিত্ব দিতে নারাজ অধীর।

Adhir Chowdhury

তিনি জানিয়েছেন সেখানে সবাই ছিলেন হেমন্ত সরেনের নেতৃত্বে ভোট হয়েছে। রাহুল গান্ধীর প্রতি মানুষের সমর্থন ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে।তবে ঝাড়খন্ডে আরও ভালো ফল করা যেতে বলে মনে করছেন অধীর। তিনি জানিয়েছেন প্রার্থী বাছাই নিয়ে বিভ্রান্তি, কিংবা দেরি হওয়ার ফলে বেশকিছু আসন হাতছাড়া হয়েছে কংগ্রেসের। তবে এবিষয়ে  নেতৃত্ব জানতে চাইলে আগামী দিনে তিনি রিপোর্ট দেবেন বলেই জানিয়েছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর