বাংলাহান্ট ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার দুইজন। খুনের দশ ঘণ্টার মধ্যে পুলিশ এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম কাজল শেখ ও সফিক শেখ। জানা গিয়েছে, অভিযুক্তরা রতনপুর গ্রামের বাসিন্দা।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) শনিবার দেখা করতে যান নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সাথে। এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, সূত্রের খবর রাজ্য নির্বাচন কমিশন জেলা পুলিশের কাছে এই ঘটনার তদন্ত রিপোর্ট তলব করেছে।
অধীর বাবু বলেন, “মারা গিয়েছেন একজন। তার ডেড বডি দেখে লাভ নেই। তিনজন আহত হয়েছেন। কিন্তু যিনি খুন হলেন তিনিই যেন অপরাধী! পুলিশ তাদের আশেপাশে ঘোরাফেরা করছে। অভিযুক্তদের গ্রামে আসতে বারণ করেছে পুলিশ। মৃতের পরিবারকে বলছে বাড়ি থেকে না বেরোতে। খরগ্রামে এই ঘটনা ঘটেছে পুলিশের মদতে।”
নিহত কংগ্রেস কর্মীর বাড়ি গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু জানিয়েছেন বিষয়টি নিয়ে তার কথা হয়েছে রাজ্য পুলিশের ডিজির সাথে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন ছিল গতকাল। মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের খবর আসতে থাকে মুর্শিদাবাদ জেলা থেকে।
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামের এক কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে (৪২) ১৫ জন দুষ্কৃতি শুক্রবার সন্ধ্যায় গুলি করে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, দুষ্কৃতীরা মোট ছয় বার গুলি চালায় ফুলচাঁদের উপর। কান্দি হাসপাতালে মৃত্যু হয় তার।অভিযোগ বাধা দিতে গেলে দুষ্কৃতীদের হামলায় আহত হন ৩ জন।