মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেসের সাংসদদের পকেট মার বলে বসলেন অধীর চৌধুরী!

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী হিংসার আলোচনা নিয়ে সংসদে শুরু হওয়া হাঙ্গামা থামার নামই নিচ্ছে না কংগ্রেসের সাত সংসদকে সাসপেন্ড করা নিয়ে শুক্রবার লোকসভায় চরম হাঙ্গামা হয়। সেই সময় কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) একটি আজব বয়ান দেন। উনি সরকারকে আক্রমণ করার চক্করে নিজের দলের সাংসদদের ‘পকেট মার” বলে বসেন। অধীর চৌধুরী বলেন, ‘পকেটমার দের ফাঁসিতে চড়ানো যায় না।”

অধীর চৌধুরী এও বলেন যে, কংগ্রেসের সদস্য আসনকে ‘পোপ অফ দ্য ভ্যাটিকান” এর মতো সন্মান দেয়, আর তাঁরা আসনের কখনো অসন্মান করেনি। উনি বলেন, দলের সাতজন সদস্যকে সাসপেন্ড করার কোন কারণই দেখতে পাচ্ছি না। চৌধুরী বলেন, হাঙ্গামা অন্যান্য দলের সদস্যরাও করেছে, কিন্ত অকারণে শুধু কংগ্রেসের সাত সদস্যকেই সাসপেন্ড করা হয়েছে। এটা কোন ছোট কথা না।

অধীর বাবু বলেন, ‘পকেট মারদের ফাঁসি কাঠে ঝোলান যায়না।” সংসদীয় কার্যমন্ত্রী প্রহ্লাদ জোশি অধীর চৌধুরীর বয়ানের পর বলেন, ‘সাসপেন্ড হওয়া সাংসদদের তুলনা পকেট মারদের সাথে করা উচিৎ না। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা এই কথায় সহমত না।”

কংগ্রেসের সাংসদদের সাসপেন্ড করার তদারকি করে প্রহ্লাদ জোশি বলেন, কংগ্রেসের শাসনকালে বিজেপির ৪৫ জন সাংসদকে গোটা একটি অধিবেশনে বরখাস্ত করা হয়েছিল। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত সংসদে হাঙ্গামার পরেও কংগ্রেস ১৮ বিল পাশ করিয়ে নিয়েছিল। তখন অধীর বাবু মুখ খোলেননি।


Koushik Dutta

সম্পর্কিত খবর