বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের মাঝেই তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের (narugopal mukherjee) বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর অভিযোগ বহরমপুরের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায় পোস্টাল ব্যালেটে কবজা করে, ভয় দেখিয়ে তাদের পক্ষে ভোট দিতে বাধ্য করছেন।
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল চন্দ্রের কাছে এবিষয়ে অভিযোগ করে অধীর চৌধুরী বলেন, ‘২৯ শে এপ্রিল শেষ দফার নির্বাচনে বহরমপুর পুরসভার যেসকল কর্মীদের ভোটের দায়িত্ব পড়েছিল, তাদের কার্যত ভয় দেখিয়ে পোস্টাল ব্যালটের উপর প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে। তাঁরা তাদের চাকরী বাঁচাতে জোর করে বাধ্য হয়ে ভোট দিয়েছেন’।
এই ঘটনার ভিত্তিতেই কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন অধীর চৌধুরী। তিনি ওই পোস্টাল ব্যালট গুলো বাতিলের দাবি জানিয়েছেন। তিনি আরও দাবি জানিয়েছেন, আবারও নতুন করে ওই পুর কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক ২৯ শে এপ্রিলের ভোটের জন্য।