‘এ মোদি তো পাগল মোদি!’, একি বললেন অধীর চৌধুরী! শোরগোল রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য করে ফাঁপড়ে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। রাষ্ট্রপতির পর এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দু’হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে

কেন্দ্রকে কটাক্ষ করতে গিয়ে প্রধানমন্ত্রীকে ‘পাগলা মোদি’ বলে মন্তব্য করেন অধীর। তিনি বলেন, ‘এ তো মোদি নয়, পাগলা মোদি।’ প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরেই তীব্র সমালোচনা করেছে বিজেপি।

adhir chowdhury

মঙ্গলবার বহরমপুরে কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, ‘কথা নেই বার্তা নেই, হঠাৎ করে ২০০০ টাকার নোট আবার বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করে দিল। এমনিতে দেশের অর্থনীতি ভেঙে চুরমার। তার মধ্যে ঘোষণা করে দেওয়া হল নাকি বাজারে দুহাজার টাকার নোট আর চলবে না। এ তো মোদি নয়, পাগলা মোদি। লোকে বলছে পাগলা মোদি। ভারতবর্ষের মানুষ বিজেপি সরকারের প্রতি বিরক্ত হয়ে উঠেছে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বৈঠক প্রসঙ্গেও কটাক্ষ করে অধীর বলেন, ‘কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট করতে হবে। মানুষ বলছে একথা। তখন কিছু দল নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়িয়ে রাখতে চাইছে। তারা দেখাতে চাইছে তাদের ছাড়া কংগ্রেসের চলবে না। এই খেলা আমরা বুঝি। মমতা–কেজরিওয়াল যেই থাক না কেন কোথাও কিছু অন্যায় হলে কংগ্রেস তার প্রতিবাদ করবেই।’

এ দিনের সাংবাদিক সম্মেলনে বিজেপিকেও কটাক্ষ করেন অধীর। তিনি বলেন, ‘এবার বিজেপিকে তুলে দেব। এই ঝামেলা হটিয়ে দেওয়াই ভালো। যেমন কর্ণাটকে বিজেপিকে কংগ্রেস হঠিয়ে দিয়েছে আমরা এই রাজ্য থেকেও বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনকে একসঙ্গে তুলে দেব।’

গত বছর প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অধীর। সেই সময় দেশজুড়ে বিরোধীরা তাঁর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছিলেন। শেষে ক্ষমা চেয়েছিলেন অধীর। তাঁর যুক্ত ছিল, মুখ ফসকে তিনি একথা বলে ফেলেছিলেন। সেই বিতর্কের পর এবার প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অধীর চৌধুরী।


Sudipto

সম্পর্কিত খবর