‘কংগ্রেসের ৭০০ বিধায়ক আছে, তৃণমূলের কী আছে?” মুখ্যমন্ত্রীকে তুমুল আক্রমণ অধীর চৌধুরীর

বাংলাহান্ট ডেস্ক : চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর সম্প্রতি কংগ্রেসের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বেজায় চোটে মমতাকে সরাসরি ‘বিজেপির এজেন্ট’ বলেই দেগে দিলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

গোটা ভারতে কংগ্রেসের উপস্থিতির প্রসঙ্গে টেনে তিনি দাবি করেন ভারতের মোট বিরোধী ভোটের ২০%ই কংগ্রেসের ঝুলিতে। একই সঙ্গে মমতার দিকে কটাক্ষ সহ তাঁর প্রশ্নবান,’ জাতীয় রাজনীতির ময়দানে ঠিক কোথায় দাঁড়িয়ে তৃণমূল? কি তার স্থান?’

শুক্রবারই চার রাজ্যে বিজেপির জয় প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্রমশ ক্ষমতা হারাচ্ছে কংগ্রেস। তাই তাদের উপর ভরসা করা আর সম্ভব নয়। জাতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধীতার জন্য সব বিরোধী দলগুলির উচিত একসঙ্গে কাজ করা।’ দেশের সমস্ত বিরোধী দলকে তৃণমূলের হাত ধরার আহ্বানও জানান মমতা।

আর এর প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে বিজেপির এজেন্ট বলে সরাসরি তোপ দাগতে দেখা যায় অধীর রঞ্জন চৌধুরীকে। তিনি বলেন, ‘পাগলের কথার উত্তর দেওয়ার কোনও মানেই হয় না। গোটা ভারতে ৭০০ এরও বেশি বিধায়ক রয়েছে কংগ্রেসের। দিদিরও কি তাই ই আছে? দেশের বিরোধী ভোটের ২০%ই কংগ্রেসের দখলে। দিদির কি সেটাও আছে? উনি এই সমস্ত কথা গুলো বিজেপিকে তুষ্ট করার জন্য বলছেন। বিজেপির এজেন্টের মতন কাজ করছেন মমতা। এই সমস্ত কথাবার্তা বলে প্রাসঙ্গিক থাকার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি।’

মমতার কংগ্রেস যোগের কথা মনে করিয়ে অধীর আরও বলেন, ‘কংগ্রেস না থাকলে মমতারই অস্তিত্ব থাকত নাম। তাহলে তিনি কেন কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করছেন? এটি মমতার মনে রাখা উচিত।’ সেই সঙ্গে গোয়ায় কংগ্রেসকে মমতাই দূর্বল করেছেন বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Adhir Chowdhury 1

অধীর রঞ্জন চৌধুরীর এহেন কটাক্ষের বিরুদ্ধে কোনও রকম প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফে। তবে জাতীয় স্তরে বিরোধী শিবির তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে উৎসাহ দেখালেও সেই দলে থাকতে কতখানি রাজি হবে কংগ্রেস, এখন উঠছে সেই প্রশ্নই।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর