আয়ের দিকে কখনও গুরুত্ব দেননি! ভোটে হারতেই চেপে বসেছে চিন্তা, অধীর বললেন, ‘কঠিন সময় আসছে…’!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ১০-২০ নয়, টানা ২৫ বছরের সাংসদ। বহরমপুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এই মানুষটা। সেই অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ২০২৪ লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। TMC-র তারকা প্রার্থী ইউসুফ পাঠান ‘ক্লিন বোল্ড’ করেছে তাঁকে। এবার আর সংসদে যাওয়া হচ্ছে না অধীরের। তাই প্রশ্ন উঠছে, এবার কী করবেন কংগ্রেসের (Congress) এই প্রবীণ নেতা?

লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) পরাজিত হলেও কোনও অভিযোগ-অনুযোগ শোনা যায়নি অধীরের কণ্ঠে। জনতা জনার্দন, তাঁদের রায় মাথা পেতে নিয়েছেন তিনি। তবে ভোটের এই রেজাল্টের পর তাঁর জন্য যে ‘কঠিন সময়’ অপেক্ষা করছে, সেটা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন বহরমপুরের (Baharampur) সদ্য প্রাক্তন সাংসদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অধীর বলেন, আমি কখনও নিজের আয়ের দিকে গুরুত্ব দিইনি। রাজনীতি ছাড়া অন্য কিছুতে আমি দক্ষ নই। সেই কারণে আমার জন্য একটা কঠিন সময় আসছে। কীভাবে তা কাটিয়ে উঠব জানি না।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, পার্থর আরও সম্পত্তির খোঁজ পেল ED! এবার কত কোটি?

কংগ্রেসের এই প্রবীণ নেতা জানিয়েছেন, জলদিই সাংসদের বাসভবন ফাঁকা করার জন্য তাঁকে দিল্লি যেতে হবে। সেখানে পড়াশোনার জন্য তাঁর কন্যা থাকতেন। তবে এবার তাঁকে খুঁজতে হবে নতুন ‘ঠিকানা’। দিল্লিতে গিয়ে অন্য বাড়ি খুঁজবেন বলে জানিয়েছেন অধীর।

কংগ্রেস নেতা জানান, বহরমপুরে পরাজয়ের পর তাঁর কাছে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কোনও ফোন আসেনি। তবে যখন কথা হবে, তখন প্রদেশ সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করবেন বলে জানিয়েছেন অধীর।

adhir ranjan chowdhury

উল্লেখ্য, ২০২৪ লোকসভা ভোটে গোটা রাজ্যে চমকপ্রদ ফলাফল করেছে TMC। ‘অধীর গড়’ হিসেবে খ্যাত বহরমপুরেও এবার ঘাসফুল ফুটেছে। প্রায় ৮৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জোড়াফুল শিবিরের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। জনতার রায় মাথা পেতে নিয়েছেন অধীর। শুধু বলেছেন, ভোটের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকে যাওয়া এই ফলাফলের জন্য অনেকাংশে দায়ী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X