কংগ্রেস ভাঙতে চেয়েছিল মমতা, এবার দিদির দল ভিলেজ পার্টি হবে! কটাক্ষ অধীরের

বাংলা হান্ট ডেস্ক : আজই পদত্যাগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফালেরিও (Luizinho Faleiro)। গোয়ায় দু’বার কংগ্রেসি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন লুইজিনহো ফেলারিও (Luizinho Faleiro)। ছিলেন এআইসিসির তরফে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যের কংগ্রেসের পর্যবেক্ষক। সেই তাঁকে তৃণমূলে যোগদান করানো, রাজ্যসভায় সাংসদ করার পর্ব পেরিয়ে মঙ্গলবার তিনি নিজেই ইস্তফা দিয়েছেন। এরপরই তৃণমূলকে নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

অধীর রঞ্জন এই মুহুর্তে লোকসভায় কংগ্রেসের দলনেতাও। এদিন বহরমপুরের সাংসদ বলেন, ‘কংগ্রেস থেকে ভাঙিয়ে নেওয়ার জন্য লুইজিনহোকে টাকা দিয়েছিল তৃণমূল। তিনি যেহেতু উত্তর-পূর্বের ইনচার্জ ছিলেন তাঁকে দিয়ে মেঘালয়ের কংগ্রেসকে ভাঙিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আজকে সেই তিনিই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ছেড়ে দিলেন। দিদি ভাবতেন চালাকি দিয়ে সব হয়। কিন্তু উনি বোঝেননি চালাকি করে মহৎ কাজ হয় না।’ অধীর আরও বলেন, গোয়ার ভোটে তৃণমূল লড়াই করে কীভাবে বিজেপির সুবিধা করে দিয়েছে তা সবাই দেখেছেন।

mamata adhir

গোয়ার এই নেতার রাজ্যসভার সাংসদ পদ ছাড়া নিয়ে রাজ্যসভায় তৃণমূলের আরএক সাংসদ শান্তনু সেন বলেন, ‘বেশ কিছুদিন ধরেই দলের মধ্যে লুইজিনহো ফেলারিওকে নিয়ে আলোচনা চলছিল। এদিন তিনি ইস্তফা দিয়েছেন। নির্বাচনের দিন ঘোষণা হলে দল ওই আসনে প্রার্থী ঘোষণা করবে।’

গতকালই জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলের থেকে জাতীয় দলের মর্যাদা কেড়ে নিয়েছে। তারপরের দিনই ফেলারিওর রাজ্যসভা থেকে ইস্তফা রাজনীতিতেও অন্যমাত্রা যোগ করেছে। এ ব্যাপারে অধীর চৌধুরী বলেন, ‘তৃণমূল জাতীয় দলের মর্যাদা হারিয়েছে। লিখে রেখে দিন, দিদির দল ভিলেজ পার্টিতে পরিণত হবে।’

সেদিনের আনুষ্ঠানিক যোগদান পর্বের শেষে ফালেরিও মাপা কথায় বুঝিয়ে দিয়ে ছিলেন কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন (Luizinho Faleiro in TMC)। ফালেরিওর পাখির চোখ ছিল বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। অন্য দিকে তৃণমূলকে তিনিও কংগ্রেসের সম্প্রসারিত অংশ বা উত্তরাধিকার বহনকারী প্রতিষ্ঠান মনে করেছিলেন। এদিন প্রথমে নবান্নে  গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ফালেরিও (Luizinho Faleiro in TMC)। সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায় ফালেরিওর যোগদানের কথা নিজেই ট্যুইট করে জানান।


Sudipto

সম্পর্কিত খবর