বহরমপুরে অক্সিজেন প্ল্যান্টের পাশাপাশি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স করার উদ্যোগ নিলেন অধীর চৌধুরী

বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারতে করোনার প্রকোপ দিনদিন বেড়েই চলেছে। এর পাশাপাশি বাড়ছে অক্সিজেনের সঙ্কট। আর এই সঙ্কটের মধ্যে থেকে মানুষকে রেহাই দিতে মানবিক পদক্ষেপ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। বহরমপুরের জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীকে একটি চিঠি লিখে অধীরবাবু জানিয়েছেন যে, তিনি জেলায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য দ্রুত সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা ছাড়বার অনুরোধ জানালেন। এছাড়াও তিনি সাংসদ তহবিলের টাকা দিয়ে দুটি অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত অ্যাম্বুলেন্স কেনার কথা জানান তিনি। তিনি এই দুটি কাজ যাতে তড়িঘড়ি সম্পন্ন করা যায়, তাঁর জন্য আবেদন করেন।

Adhir letter

গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এই সমস্যার মধ্যে যাতে মুর্শিদাবাদ জেলায় অক্সিজেনের ঘাটতি না হয়, সেই জন্য তৎপর হয়েছেন সাংসদ অধীর চৌধুরী। প্রসঙ্গত, রাজ্যে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতারাও ব্যাপক হারে করোনায় আক্রান্ত হচ্ছেন। এমনকি এখনও পর্যন্ত বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মারণ ভাইরাসে প্রাণও হারিয়েছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর