রাজ্য সরকার ডাহা ফেল! অসহায় হয়েই বলছি আরও সেনা পাঠান! মোদীকে চিঠি লিখে জানালেন অধীর

বাংলা হান্ট ডেস্কঃ আমফানে বিপর্যস্ত বাংলায় দেরি করে সেনা ডাকার জন্য এর আগেই মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) তীব্র সমালোচনা করেছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। এবার তিনি একধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন। উনি প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে স্পষ্ট লিখেছেন যে, ‘আমফানে বিপর্যস্ত বাংলার উদ্ধারকার্যে রাজ্য সরকার ডাহা ফেল। বাংলার মানুষদের পাশে দাঁড়াতে, আর তাদের উদ্ধার করতে যেন আরও সেনা পাঠানোর ব্যবস্থা করা হয়।”

lettter

আমফানের কারণে কলকাতা এবং কলকাতার পার্শবর্তী জেলা গুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত কলকাতার বিভিন্ন অঞ্চলে বিদ্যুত দেওয়া সম্ভব হয়নি। এমনকি রাস্তায় পড়ে থাকা গাছ গুলোও কাটা হয়নি। রাজ্য সরকার বিদ্যুত পরিষেবা নিয়ে নিজদের সমস্ত দায়িত্ব ঝেরে ফেলেছে।

মমতা ব্যানার্জী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কলকাতায় বিদ্যুত পরিষেবা প্রদানকারী সংস্থা সিইএসসি বেসরকারি। তাই এলাকায় বিদ্যুত না আসলে যেন সরকারের উপরে দোষ না চাপানো হয়। এমনকি সরকারের তরফ থেকে এও বলা হয়েছে য, সিইএসসি সিপিএম আমলে তৈরি। তাই এর দায় রাজ্য সরকারের না।

এর আগেও কংগ্রেস নেতা অধীর চৌধুরী রাজ্য সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন। এমনকি তিনি এও বলেছিলেন যে, রাজ্য সরকার শ্রমিকদের বাড়ি ফেরাতে চায় না, তাই প্রধানমন্ত্রী যেন দায়িত্ব করে অসহায় শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর